একটু কি ভেবে দেখেছেন

লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ১৯ জুন, ২০১৩, ০৭:৩৯:৪৯ সকাল

আশরাফুলের অপরাধের বিচারের

আগে ভাবতে হবে আইপিএল

বিপিএল এর

নামে দুনিয়া জুড়ে জুয়া আর বাজির

আসর এর আয়োজকদের কেন বিচার

হবে না? অন্যায় ফাস করে দেয়ার পর শুধুমাত্র বিচারবিভাগের

ভাবমূর্তির দোহাই দিয়ে আমার

দেশ আর মাহমুদুর রহমান এর উপর

ব্যবস্থা নেয়া হলো অথচ

বাংলাদেশ ক্রিকেটের

ভাবমূর্তি বিনষ্ট করার অপরাধে প্রথম আলোর কেন বিচার

হবে না?

মোরালিটির

ধোয়া তুলা চুশীলরা তখন কই

ছিলো যখন হাজার

কোটি টাকা লোপাটের বিচার না করে উল্টা অর্থমন্ত্রী “কিছুই

না বলে” এড়িয়ে গেলেন?

তাহলে কি অর্থমন্ত্রীর বিচার

চাওয়া উচিত নয়? … আবুলদের

কারনে কি সারা দুনিয়ায়

আমাদের বদনাম হয়নি?আবুলদের

চেয়েও কি আশরাফুলের অপরাধ

বেশী? প্রথম

আলো কয়টি অনুসন্ধানী রিপোর্ট করেছে আবুলদের নিয়ে? কেন

কোটি টাকা নিয়ে হাতেনাতে ধরা

সম্মানের সাথেই এখনও

মন্ত্রনালয় দখল করে সব সুযোগ

সুবিধা ভোগ

করে যাচ্ছে নির্লজ্জভাবে? বিচার তো আমাদের হওয়া উচিত।

কারন এই গরীব

দেশে আমরা আমাদের ট্যাক্সের

টাকায় দপ্তরবিহীন বেকার

মন্ত্রী পালছি যে কিনা হাতেনাত ক্রিকেটের নামে জুয়ার আসর

বসানো দাদার দেশের

ইদানিং ইমেজ সংকট চলছে বেশ।

প্রভুর দেশের ইজ্জত বলে কথা!

তাইতো প্রথম আলো গংদের ঘুম

নেই। একের পর এক দেশের ক্রিকেট

সংস্থার বারটা বাজিয়ে প্রভুদের

নজর পড়েছে এদেশের উপর। আর

তাইতো মিশনে নেমেছে প্রথম

আলো। অবশ্য অবাক হইনা এতে।

অবাক হই যখন দেখি ফেসবুকে ঝড় তোলা চুশীলরা চায়ের কাপে চুমুক

দেয় পাশে প্রথম আলো নিয়ে। ধিক্

তোমাদের মোরালিটি! আর আশরাফুল ক্ষমা চেয়েছ,

ক্ষমা করে দিলাম। তাই

বলে আমরা এতোটা মহানুভব নয়

যে কালো বিড়াল আর আবুলদের

ক্ষমা করে দেব। ওদের

ক্ষমা নেই। ক্ষমা নেই ওদের সমর্থনকারীদেরও।

বিষয়: বিবিধ

১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File