অণুগল্প : রোমান্টিক ভালবাসা
লিখেছেন লিখেছেন আমীর আজম ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩৯:৩২ রাত
" বলতে গিয়ে মনে হয় বলতে তবু দেয়না হৃদয়
কতটা তোমায় ভালবাসি,
চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়
বারেবারে তোমার কাছে ছুটে আসি। "
.
বই থেকে মুখ তুলে মোবাইলটা হাতে তুলে নেয় মায়া। মেসেজটা পড়ার পর একটা মিষ্টি হাসি ফুটে উঠে তার মুখে। রিপ্লাই দেয় :
- কি কর ?
- এই তো অফিসে বসে আছি।
- এই গান কই শুনলা ?
- রাস্তায় একটা দোকানে বাজতেছিল জোরে জোরে।
- শুনেই মুখস্ত করে ফেললা।
- কি করব বল। তোমার জন্যই তো মুখস্ত করা লাগল।
- মানে ?
- তোমাকে এসএমএস করতে হবে না। এদিকে আমার গানের ভাণ্ডার তো প্রায় শেষের পথে।
.
পাগল একটা। মনে মনে ভাবে মায়া। বিয়ের পর থেকেই তার এই পাগলামি চলছে। প্রতিদিন একটা করে নতুন নতুন গান এসএমএস করে পাঠাবে। সবগুলোই অবশ্য জমা হয়ে আছে তার ফোনে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় তার এত ভাল একটা হাজবেন্ড পেয়ে। খুশিতে দুই ফোটা অশ্রু গড়িয়ে পরে চোখ দিয়ে।
.
- কি হল কই গেলা ?
.
আবার একটা এসএমএস আসে।
.
- এই তো আছি। অফিসের কাজ বাদ দিয়ে গান মুখস্ত কর বসে বসে। আমি গেলাম।
- আরে দাড়াও দাড়াও।
- বল তারাতারি।
- তুমি কি কর ?
- এইতো ছেলেটাকে স্কুলে পাঠিয়ে বসে বসে একটু কুরআনের তাফসির পড়ছিলাম।
- আর রান্নাবান্না ? বৃহস্পতিবার। হাফ ডে। আজকে দুপুরের খাবার কিন্তু বাসায় খাব। মনে আছে তো তোমার ?
- এসব তোমাকে চিন্তা করা লাগবে না। আজকে স্পেশাল আইটেম আছে !!
- কি !!!
- আগে তো বলা যাবে না। সারপ্রাইজ।
- আচ্ছা। তারাতারি চলে আসব।
- এই শোন শোন।
- বল।
- কয়েকটা প্রশ্ন ঘুরছে মাথার মধ্যে।
- তোমার প্রশ্নের কথা শুনলেই তো আমার বুক ধ্বক করে উঠে। বল।
- আচ্ছা বর্তমানে সারা পৃথিবী জুড়ে যে এত অশান্তি আর বিপর্যয়। এর মূল কারণ তোমার কাছে কি মনে হয় ?
- খুব সহজ। মানুষের স্বেচ্ছাচারিতা আর স্বার্থপরতা।
স্বার্থপরতা হল অন্যায়ের বাহন আর স্বেচ্ছাচারিতা হল তার অমোঘ অস্ত্র।
- এর থেকে বাচার উপায় কি তাহলে?
- মানুষ যখন এক স্রষ্টার সার্বভৌম ক্ষমতার কাছে সত্যিকার ভাবে মাথা নত করে তখন তার স্বেচ্চাচারিতা ও স্বার্থপরতার কোন সুযোগই আর থাকে না। সে সত্যিকারভাবে তখন স্রস্টার দেয়া বিধানবলীর প্রতিপালণকারী ও প্রয়োগকারী হয়ে যায়। তাই এক আল্লাহর ইবাদত করার মধ্যেই আছে সকল অশান্তি আর বিপর্যয়ের বিরুদ্ধে মূল অস্ত্র।
- কিন্তু তোমার কি মনে হয় আসলেই বর্তমান বিশ্বে ধর্মের কোন প্রয়োজন আছে ?
- অবশ্যই। ধর্ম হল জীবনব্যবস্থা। তাই জীবন বা পৃথিবী যতদিন থাকবে ততোদিন ধর্মেরও প্রয়োজন আছে।
- কিন্তু ধর্ম তো অনেক। এখানে আমি ইসলামকে বেছে নিব কেন ?
- কারণ সর্বশেষ বার্তাবাহক ইসলাম ধর্মেই এসেছে। আর এটাই একমাত্র ধর্ম যার ধর্মগ্রন্থ এখনো অবিকৃত অবস্থায় আছে।
- তুমি সত্যি অনেক জানো। আমি ঠিক যে উত্তরটা জানতে চাই সেটাই তোমার কাছে পাই। অনেক ধন্যবাদ তোমাকে।
- থাক ধন্যবাদ দেয়া লাগবে না। আল্লাহ হাফেজ।
- আল্লাহ হাফেজ।
.
মোবাইলটা টেবিলের উপর রাখে তমাল। মনে মনে ভাবে । বিয়ের পর থেকেই মেয়েটার এইসব প্রশ্ন চলছেই। জানার আগ্রহের যেন শেষ নেই। আসলেই অসাধারণ একটা মেয়ে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় তার। খুশিতে দুই ফোটা অশ্রু গড়িয়ে পরে চোখ দিয়ে।
.
টিস্যু পেপার চোখ মুছতে মুছতে একটা বিষয় হঠাত খেয়াল হয় তার। বিয়ের পরের ভালবাসা বিয়ের আগের ভালবাসা থেকে সত্যি অনেক বেশি রোমান্টিক।
বিষয়: বিবিধ
৩২৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন