হিজড়াদের অমানবিক অত্যাচার সহ্য করার মত নয়

লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:১২:০৮ রাত



হিজড়াদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। দেখার যেন কেউ নেই। একজন রিকশাচালক যাত্রী নিয়ে মানিকচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারে যান যার নাম শিপন মিয়া। যাত্রী মিষ্টি কেনার জন্য দোকানের ভেতর গেলে বাইরে অপেক্ষা করতে থাকেন তিনি। এ সময় কয়েকজন হিজড়া রিকশায় উঠে তাকে স্টেশন যাওযার জন্য বলে। কিন্তু যাত্রী থাকায় তিনি যেতে পারবেন না বলে জানালে এক হিজড়া তার পকেট থেকে টাকা নিয়ে যায়। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে শিপন মিয়ার চোখের ওপর কামড় দিয়ে বসে এক হিজড়া। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হিজড়ারা পালিয়ে যায়।-শ্রীমঙ্গল এর ঘটনা

যেখানে সেখানে তাদের উপদ্রব দেখা যাচ্ছে। এটা দু:খজনক। তাদের জন্য সরকারীভাবে কোন ব্যবস্থা করা হোক যাতে তারা ভালভাবে জীবন অতিবাহিত করতে পারে। আর সাধারন মানুষও ভাল থাকে।

বিষয়: বিবিধ

১৪১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359281
১২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:৩৩
শেখের পোলা লিখেছেন : হিজড়ালীগ ভেঙ্গে ওদের কাজ করে খাওয়ায় বাধ্য করা হোক৷
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩১
297958
রাজ্পুত্র লিখেছেন : হিজরাদের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হোক।এদেরকে নিয়ে নোংরা রাজনীতি বন্ধ হোক। ধন্যবাদ।
359290
১২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৫৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : মূল দোষতো ওদের নয়, সমাজের।
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩৪
297959
রাজ্পুত্র লিখেছেন : সমাজ পরিবর্তনের কোন ব্যবস্থাও নেই!যার মাধ্যমে সাধারন মানুষ উপকৃত হবে।ধন্যবাদ।
359341
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪৭
হতভাগা লিখেছেন : যেহেতু নারী ও পুরুষ কোনটাই তারা নয় বিধায় হিজড়ারা মনে করে যে তাদের সাত খুন মাফ । আইন শৃঙ্খলাবাহিনীও তাদেরকে ঘাটায় না । এরা জেল হাজতে বিশ্রী ও নোংরা পরিবেশের সৃষ্টি করে বিধায় থানাতেও এদেরকে রাখা হয় না খুব একটা ।

ফলে এরা সবার সামনে বেশ দেখিয়ে ও বুক ফুলিয়ে টাকা হাতিয়ে নেয় , হয়রানী/নাজেহাল করে নিরীহ মানুষদের যেটা সন্ত্রাসীরাও করে না জনসমক্ষে ।

এদের প্রতি কোন সহানূভুতি দেখানোর কারণ আছে বলে মনে করি না ।
১৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৩০
297963
রাজ্পুত্র লিখেছেন : ঠিক বলেছেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File