হিজড়াদের অমানবিক অত্যাচার সহ্য করার মত নয়
লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:১২:০৮ রাত
হিজড়াদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। দেখার যেন কেউ নেই। একজন রিকশাচালক যাত্রী নিয়ে মানিকচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারে যান যার নাম শিপন মিয়া। যাত্রী মিষ্টি কেনার জন্য দোকানের ভেতর গেলে বাইরে অপেক্ষা করতে থাকেন তিনি। এ সময় কয়েকজন হিজড়া রিকশায় উঠে তাকে স্টেশন যাওযার জন্য বলে। কিন্তু যাত্রী থাকায় তিনি যেতে পারবেন না বলে জানালে এক হিজড়া তার পকেট থেকে টাকা নিয়ে যায়। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে শিপন মিয়ার চোখের ওপর কামড় দিয়ে বসে এক হিজড়া। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হিজড়ারা পালিয়ে যায়।-শ্রীমঙ্গল এর ঘটনা
যেখানে সেখানে তাদের উপদ্রব দেখা যাচ্ছে। এটা দু:খজনক। তাদের জন্য সরকারীভাবে কোন ব্যবস্থা করা হোক যাতে তারা ভালভাবে জীবন অতিবাহিত করতে পারে। আর সাধারন মানুষও ভাল থাকে।
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফলে এরা সবার সামনে বেশ দেখিয়ে ও বুক ফুলিয়ে টাকা হাতিয়ে নেয় , হয়রানী/নাজেহাল করে নিরীহ মানুষদের যেটা সন্ত্রাসীরাও করে না জনসমক্ষে ।
এদের প্রতি কোন সহানূভুতি দেখানোর কারণ আছে বলে মনে করি না ।
মন্তব্য করতে লগইন করুন