ছোট গল্প : ইফতার।
লিখেছেন লিখেছেন আমীর আজম ১০ জুলাই, ২০১৪, ০৩:৩৭:৩৮ দুপুর
10 বছরের হিমেল। সারাদিন রোজা রেখেছে। এখন প্লেটে ভর্তি ইফতার নিয়ে বসে আছে। একদম চুপচাপ।
আজান দিছে। অথচ কোন কিছুই মুখে দিচ্ছে না। বাবা বলেন, "শরবতটা খাও বাবা। ' হিমেল কিছু বলে না। মা বলেন, 'খেজুরটা মুখে দাও বাবা। ' তবুও সে অনড়।
ভীষণ জেদী হয়েছে ছেলেটা। বাবা মা কত করে বোঝাল এত ছোট বয়সে রোজা রাখা লাগবে না। কিন্তু কে শোনে কার কথা। সে রোজা রাখবেই। এবং সবগুলো রোজাই রাখল।
গতরাতে মা ইচ্ছে করেই তাকে আর সেহরিতে ডাকেননি। এর ফল হয়েছে আরো ভয়াবহ। সেহরি না করেই আজ সারাদিন রোজা আছে। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না।
কিন্তু হিমেল ভাবছে অন্য কথা।
কিছুক্ষণ আগে বাবার সাথে বসে খবর দেখছিল টিভিতে। তার মত বয়সেরই একটা ছোট্ট ফুটফুটে ছেলে। হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। পাশে তার মায়ের করূণ আহাজারি। এক পায়ের হাটু থেকে নিচ পর্যন্ত নাই। উড়ে গেছে ইসরায়েলি বোমার আঘাতে।
তখন থেকে মনটা ভীষণ খারাপ হয়ে আছে তার। নানারকম প্রশ্ন মাথার মধ্যে উকি দিচ্ছে।
কি অপরাধ ছিল ছেলেটির.?
সে কি যুদ্ধ কি জিনিস বোঝে ?
সে কি আজ রোজা ছিল হিমেলের মত.?
তাকে আজ কে ইফতার করাবে ?
সে আজ কোথায় ইফতার করবে ?
"বাবা তাড়াতাড়ি শেষ কর " মায়ের ডাকে হুশ ফেরে হিমেলের।
হঠাৎ বলা নেই কওয়া নেই লাফ দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে। হু হু করে কেঁদে ওঠে। আর চিৎকার করে বলে, "ইফতার যে গলা দিয়ে নামবে না মাগো। "
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন