এ পেজগি (প্যাঁচ) খুলবে কবে ?

লিখেছেন লিখেছেন আমীর আজম ১৪ মার্চ, ২০১৪, ১০:৫৩:২১ সকাল

- কনসার্ট কোথায় হয়েছে ?

- বাংলাদেশে।

- আয়োজক কারা ?

- বাংলাদেশীরা।

- কনসার্ট কে টাকা খরচ কইরা শুনতে গেছিল.?

- বাংলাদেশীরা।

- মুহুর্মুহু করতালিতে কনসার্ট জমজমাট করেছে কারা ?

- বাংলাদেশীরা।

- অপমানিত হইছে কোন দেশের শিল্পীরা ?

- বাংলাদেশী।

- তীব্র প্রতিবাদ জানাচ্ছে কারা ?

- বাংলাদেশীরা।

- ফেসবুকে ঝড় তুলেছে কারা ?

- বাংলাদেশীরা।

- এখন বিখ্যাত চেতনাধারীরা যদি আবারো দূতাবাস ঘেরাও করতে চায়, তাহলে কোন দেশের ঘেরাও করতে হবে ?

- বাংলাদেশের।

কিরম একটা পেজগি লাইগা গেল না ?

আজব একখান জাতি আমরা। আমরা পারিও বটে।

বিষয়: বিবিধ

৮২১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192099
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই পেজগি খুলিতে হইলে ডক্টরেট ডিগ্রি লাগিবে(অনারারি হইলে ভাল হয়)।
192111
১৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৬
তরিকুল হাসান লিখেছেন : আজব একখান জাতি আমরা। আমরা পারিও
বটে।

স হ ম ত
192372
১৫ মার্চ ২০১৪ রাত ০৩:১৭
প্রবাসী মজুমদার লিখেছেন : বাংলাদেশে কি সব মুক্তিযোদ্ধা ভূয়া। সব দেশপ্রেমিক ভূয়া। আসলেই তাই। ছি। হিছামারি এ জাতির নেতাদের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File