সত্যিই কি সেদিন আর নয় বেশী দূরে ??????

লিখেছেন লিখেছেন আমীর আজম ০৬ মার্চ, ২০১৪, ০২:৫৫:৩১ রাত

- সুপারম্যান দেখেছ.?

- অবশ্যই।

- স্পাইডারম্যান.?

- হু। সবগুলো পর্বই।

- হালের কৃষ 3.?

- অবশ্যই। ঝাক্কাস একটা মুভি।

- এগুলোর উদ্দেশ্য জান.?

- উদ্দেশ্য.!!! না তো। কি উদ্দেশ্য. ?

- স্বপ্ন।

- কিসের স্বপ্ন.?

- মানবতার মুক্তির স্বপ্ন।

- মানে।?

-দেখেছ নিশ্চয়ই মানবতার আজ কি করূণ অবস্থা। মানুষের অধিকার আজ ভুলুন্ঠিত। পথে ঘাটে পড়ে থাকে মানুষের লাশ।

- দেখেছি শুনেছি। তার সাথে এর সম্পর্ক কি ?

- মানুষ স্বপ্ন দেখে। ইস.! কেউ যদি এরকম থাকত অতিমানবীয় গুনাবলীর অধিকারী। রক্ষা করত মানুষকে। যেখানে মানুষের বিপদ, যেখানে মানুষের উপর অত্যাচার, যেখানে মানবতা ভুলুন্ঠিত। চোখের পলকে উড়ে যেত সেখানে। কিছু মানুষরুপী দানবের হাত থেকে রক্ষা করত মানবতাকে।

- কিন্তু এরকম কি সম্ভব.?

-না কখনোই সম্ভব নয়।

- তাহলে উপায়.?

- উপায় অবশ্য একটা আছে।

- কি ?

- সাত সাগরের মাঝি। স্পাইডারমান, সুপারম্যান এগুলো হওয়া হয়তো সম্ভব না। কিন্তু ফররুখ আহমদের সাত সাগরের মাঝি হওয়া সম্ভব।

- কিভাবে ?

- সকল ব্যাথার বোঝা বইতে পারে

সব জ্বালা যাতনাও সইতে পারে

বিপদ আপদ এলে খোদাকে ডাকে

তার দয়া করুণায় ভরসা রাখে

হারায় না হুস, সেইতো মানুষ।

সেইতো সাত সাগরের মাঝি।

- ইসলাম ধর্মের কথা বলছ.?

- হু।

পুষ্পের যা সুরভি

পত্র পল্লবের যা শ্যামলীমা

গাম্ভীর্য যা পর্বতের

ইসলাম মানবতার ঠিক তাই।

- কবে আসবে সেই দিন.?

- সেদিন আর নয় বেশী দূরে .......

কোন একদিন এদেশের আকাশে

কালিমার পতাকা উড়বে

সেদিন সবাই খোদায়ী বিধান পেয়ে

দুঃখ বেদনা ভুলবে।

সেদিন আর রবে না হাহাকার

অন্যায় জুলুম অবিচার।

সেদিন আর নয় বেশী দূরে ............

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187690
০৬ মার্চ ২০১৪ সকাল ১০:১৫
সজল আহমেদ লিখেছেন : ভাল লেগেছে।
187719
০৬ মার্চ ২০১৪ সকাল ১১:২৫
আবু আশফাক লিখেছেন : ভালো লিখেছেন। ভালো লাগলো, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File