হাত ভাঙ্গব পাও ভাঙ্গব

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৬ মার্চ, ২০১৪, ০২:৪৯:৪৮ রাত

বাংগালীর হাত ভাঙ্গব পাও ভাঙ্গব

তুলব পিঠের ছাল

শেখ বংশের পোলা আমি

চেতনায় বাকশাল।

মামু মরল ভাই মরল

কাঁদলনাতো কেউ

দুইটা বোনের একটা হল

মস্ত বড় ফেউ।

ভাইগ্না তুমি প্রতিবন্ধী

ছিলা আমেরিকাতে

কোন দুঃখে আসলা দেশে

রাজনীতি করিতে?

আসবে আসো একা আসো

নাইকো আসুবিধা

কৃষ্ণ হয়ে আনলে কেন

ইহুদী এক রাধা?

মুক্তিযোদ্ধার পোলা দেশে

থাকতে ঝাঁকে ঝাঁকে

কেন বুবু করলে জামাই

রাজাকার পোলাকে?

চেতনার নামে গোচোনার কথা

খাইছে যখন ধরা

বাচতে হলে ভাংতে হবে

বীর বাংগালীর দাড়া।

নারায় তাকবীর বলে জনতার

হুঙ্কার ছাড়ার আগে

যাব পালিয়ে দাদার দেশে

পাবেনা কেউ বাগে।

ধর বাকশালীদের ধর

বস্তার মধ্যে ভর

পাঁচটনি ট্রাকে করে

ওপারে চালান কর।

বিষয়: সাহিত্য

১২৩৩ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187606
০৬ মার্চ ২০১৪ রাত ০৩:১৩
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৬
139233
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
187617
০৬ মার্চ ২০১৪ রাত ০৪:০৪
রাইয়ান লিখেছেন : দারুন, দারুন লাগলো ..... Applause
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৭
139234
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
187619
০৬ মার্চ ২০১৪ রাত ০৪:১৪
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৭
139235
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
187623
০৬ মার্চ ২০১৪ রাত ০৪:২১
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেকদিন পর আবার কবি কবিতার লাইনে হাটতে দেখে ভাল লাগছে। ভাল লাগল । এগিয়ে যান।
০৬ মার্চ ২০১৪ সকাল ০৯:০৪
139162
আবু জারীর লিখেছেন : ইদানিং সময়ের বড় ক্রাইসিস যাচ্ছে। উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
187624
০৬ মার্চ ২০১৪ রাত ০৪:২২
চোথাবাজ লিখেছেন : ম্যালাদিন পর যে ভাইজান। এতো কার হাত-পা ভাঙ্গলেন? Rolling on the Floor Rolling on the Floor
০৬ মার্চ ২০১৪ সকাল ০৮:২২
139149
আবু জারীর লিখেছেন : যারা শেখের পোলাদের লাইক করেনা তাদের।
187656
০৬ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৩
শেখের পোলা লিখেছেন : Applause Applause Rose @};
আমি কিন্তু অন্য শেখ৷ বলে রাখলাম৷
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৮
139236
আবু জারীর লিখেছেন : আসল শেখ।
187663
০৬ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৯
ধ্রুব নীল লিখেছেন : ভাল লাগল
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৬
139240
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
187692
০৬ মার্চ ২০১৪ সকাল ১০:১৭
সজল আহমেদ লিখেছেন : ভাল লেগেছে।
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৬
139241
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
187697
০৬ মার্চ ২০১৪ সকাল ১০:২১
আহমদ মুসা লিখেছেন : অনেক ভাল লিখেছেন। তবে আপনাকে ইদানিং খুবই কমই দেখা যায়।
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৭
139243
আবু জারীর লিখেছেন : খুব ব্যাস্ত তাই।
ধন্যবাদ
১০
187704
০৬ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
সিটিজি৪বিডি লিখেছেন : এত দিন কোথায় ছিলেন? প্রবাসী মজুমদার ভাই কেমন আছেন?
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৮
139246
আবু জারীর লিখেছেন : ছিলাম, আছি কিন্তু কিছুটা ব্যস্ত আছি।
ধন্যবাদ
১১
187708
০৬ মার্চ ২০১৪ সকাল ১০:৩৯
আবু আশফাক লিখেছেন : অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। সাবজেক্টটাও সময়োপযোগী। ধন্যবাদ।
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৯
139247
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকুন
১২
187768
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৭
হতভাগা লিখেছেন : Sheikhs are not only the talkers

They are also the doers

শেখদের কাছ থেকে শেখো
০৬ মার্চ ২০১৪ রাত ০৮:৫৫
139450
আবু জারীর লিখেছেন : কথা সত্য কিন্তু সব যাত্রায়তো আর সুফল পাওয়া যায়না। বিষয়টা সব সময়ই তাদের মাথার উপর দিয়ে যায়।
ধন্যবাদ।
১৩
187864
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:২২
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
০৬ মার্চ ২০১৪ রাত ০৮:৫৫
139452
আবু জারীর লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
১৪
187995
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:০১
ভিশু লিখেছেন : এরা হাত-পা ভাংতে চায়, আর কুরআনে পড়েছি ফেরাউন হাত-পা কেটে দিতে চেয়েছিল! অনেকটা কাছাকাছি চলে যাওয়া সেরকম পরিণতিরই পূর্বাভাষ কিনা - কে জানে?! Day Dreaming
১২ মার্চ ২০১৪ রাত ০১:২১
141923
আবু জারীর লিখেছেন : পূর্বাভাষই মনে হচ্ছে। পরিণতিও একই হবে বলে আমার বিশ্বাস।
১৫
190655
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
ইবনে আহমাদ লিখেছেন : নতুন রুপে হাজির হলেন আবু জারির। আগে লিখতেন। বিরতি দিয়ে নাকি কবিরা আনন্দ পায়। নিয়মিত কবিতা পাবো এই প্রত্যাশায় আমরা সবাই।
১২ মার্চ ২০১৪ রাত ০১:২২
141924
আবু জারীর লিখেছেন : আরে ভাই সময় নাই।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File