তুই দেখবি না ব্যাটা তোর বাপে দেখবে, তুই শুনবি না ব্যাটা তোর বাপে শুনবে।

লিখেছেন লিখেছেন আমীর আজম ২০ নভেম্বর, ২০১৩, ০৩:০৯:৫২ দুপুর

ছোটবেলায় অনুরোধে ঢেকি গেলা নামে একটা বাগধারা পড়েছি। এর অর্থ যে কাজ করতে চাই না, কারো অনুরোধে সেই কাজটাও করা।

কিন্তু এখন মনে হয়, বাংলা ব্যাকরণে আরেকটা নতুন বাগধারা যোগ করা দরকার। সেটা হল জোর করে ঢেকি গেলা।

বাংলাদেশের জনগণকে এখন জোর করে ঢেকি গেলানো হচ্ছে।

কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে ........

/ বড় বড় শহরগুলোতে বিভিন্ন জায়গায় মাইক টাঙিয়ে এখন সরকারের পাঁচ বছরের সাফল্য তুলে ধরা হচ্ছে। এই পাঁচ বছরে বছরে আমরা এটা করেছি, আমরা সেটা করেছি।

/ বড় বড় বিলবোর্ড টাঙিয়ে দেখানো হচ্ছে আমাদের অমুক সাফল্য, আমাদের তমুক সাফল্য।

/ নতুন করে আবার শুরু হয়েছে (ডিজি) টাল দেশের (ডিজি) টাল পদ্ধতি। সাধারণ মানুষের মোবাইলে ফোন করে বলা হচ্ছে ..... সুপ্রিয় দেশবাসী আমি আপনাদের প্রধানমন্ত্রী বলছি। এই পাঁচ বছরে আমরা এই করেছি, আমরা সেই করেছি।

আরে যদি ক্ষমতা থাকে তো মাইকটা একবার সাধারণ জনগনের হাতে দেন, বিলবোর্ডে জনগনকে লিখতে বলেন, আর মোবাইল ফোনে একটু জনগনকে কথা বলতে দেন। তারপর দেখেন আপনার এই করেছি আর সেই করেছি, তারপর আগামী পাঁচ বছর হেন করেঙ্গা তেন করেঙ্গা কোথায় গিয়ে দাড়ায়।

তাই শুরু হয়েছে জনগনকে জোর করে ঢেকি গেলানো পদ্ধতি। ভাবখানা এমন যেন আমাদের উন্নয়নের কথা তুই দেখবি না ব্যাটা, তোর বাপে দেখবে। আমাদের উন্নয়নের কথা তুই শুনবি না ব্যাটা, তোর বাপে শুনবে।

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File