এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে।

লিখেছেন লিখেছেন আমীর আজম ২৯ অক্টোবর, ২০১৩, ১০:০৩:০৯ রাত

ঘটনা -1:

নামাজ শেষ করে দোয়া না পড়েই মসজিদ থেকে বের হলাম। মসজিদের পাশেই একটা দোকান। দোকানদারকে দেখে বুঝলাম উনি নামাজ পড়েন নাই। ইতিমধ্যে ইমাম সাহেব দোয়া শুরু করে দিয়েছেন। মাইকে সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে। অবাক হয়ে লক্ষ্য করলাম, দোকানদার হাত তুলে দোয়ায় অংশগ্রহণ করেছে আর অঝোর নয়নে চোখের পানি ফেলে যাচ্ছে।

ঘটনা -2 :

কিছুদিন আগে গ্রামে একজন আত্মীয় মারা যায়। ওনার জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য গেছিলাম। নামাজ শুরু করার পূর্ব মুহূর্তে এক লোকের চিৎকার শুনে সবাই থমকে গেল। দেখি প্রায় হাফ কিলোমিটার দূর থেকে লোকটি দৌড়ে আসতেছে আর চিৎকার করে একটু অপেক্ষা করার জন্যে বলছে। দেখলাম লোকটির পায়ে কোন স্যান্ডেল নাই। পড়নে শার্টটাও অনেক জায়গায় ছেড়া। লোকটি হয়তো জানেনা জানাজা নামাজ ফরজে কেফায়া। জানলে হয়তো এত দূর থেকে দৌড়ে আসত না।

কিছু মন্তব্য :

/ এদেশের অধিকাংশ সাধারণ মানুষ এখনো ইসলামী আন্দোলন ও সংগঠন কি জিনিস সেটা না জানলেও ইসলামের প্রতি আবেগ ঠিকই আছে।

/ অধিকাংশ সাধারণ মানুষ এখনো ইসলামের মৌলিক বিষয় পালন না করলেও ইসলামের সামান্যতম অসম্মান সহ্য করে না।

/ তারা আস্তিক নাস্তিকের কোন যুক্তিতর্ক জানে না জানতে চায়ও না।

/ তারা মসজিদের ইমামদের এখনো হুজুর সাহেব বলে ডাকে।

/ তারা দাড়ি টুপি পড়া লোক দেখলে এখনো নিজের আসন ছেড়ে উঠে দাড়ায়।

/ তারা নতুন বাড়ি করলে এখনো মসজিদের মুসল্লিদের দাওয়াত দেয়।

/ গাছে নতুন ফল আসলে এখনো মসজিদে দান করে।

দেশের এই সাধারণ জনগণ ইসলাম ও দাড়ি টুপি পড়া লোকদের অসম্মান কখনোই বরদাস্ত করবে না। মাওলানা শফি সাহেব কিংবা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মত লোকের অপমান এদেশের সাধারণ মানুষ কখনোই ক্ষমা করবে না। সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মামুলি ছাত্র যদি মাওলানা শফি সাহেবকে কিভাবে ওয়াজ করতে হয় তা শেখাতে আসে সাধারণ মানুষ কখনো এটা মেনে নেবে না। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও মাদ্রাসার ছাত্রদেরকে যদি কটাক্ষ করা হয় তাহলে এদেশের সাধারণ মানুষের গায়ের লোম এখনো দাড়িয়ে যায়। তাই এই মিথ্যাচার তারা কখনোই সহ্য করবে না।

কারণ ............

এদেশে এখনো আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে

এদেশে এখনো আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে।

বিষয়: বিবিধ

১৫৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File