পিছন দিয়ে বেল যায় টের পাও না আর সামনে দিয়ে সরিষার দানা যাইতে দেও না

লিখেছেন লিখেছেন আমীর আজম ২৮ জুলাই, ২০১৩, ০২:২০:১৫ দুপুর

আমাদের গ্রামের ভাষায় সুন্দর একটা প্রবাদ বাক্য আছে। "পিছন দিয়ে বেল যায় টের পাও না, আর সামনে দিয়ে তো একটা সরিষার দানাও যাইতে দাও না। "

আমাদের দেশের জনগনের অবস্থা এখন এরকম।

পিছন দিক দিয়ে কিছু বেল যাওয়ার উদাহরণ :

1.দিন দুপুরে সবার সামনে বিশ্বজিৎ কে কুপিয়ে হত্যা।

2.পদ্মা সেতু দুর্নীতি।

3.রেলের কাল বিড়াল।

4. এম.সি কলেজের ছাত্রাবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়া।

5.বিডিআর বিদ্রোহের নামে কিছু চৌকস সেনাপ্রধানকে হত্যা করে সেনাবাহিনীকে পঙ্গু করা।

6.হলমার্ক কেলেংকারী।

7.শেয়ারবাজারে দুর্নীতি।

8.স্কাইপে কেলেংকারী।

9.রাতের অন্ধকারে হেফাজতে ইসলামের উপর অমানুষিক নির্যাতন।

ইত্যাদি ........ইত্যাদি ..........ইত্যাদি

এবার কিছু সামনে দিয়ে সরিষার দানা যাওয়ার উদাহরণ।

1.জামায়াত শিবির মিছিলে গাছ কাটল কেন?

2.রমজান মাসে হরতাল কেন?

3.হরতালে কোন মানুষকে না পোড়াইয়া গাড়ি পোড়াইল কেন?

ওরে জনগন

সময় আছে এখনো

হও সচেতন।।

অনেকে আবার যুক্তি দেখায় জামায়াত শিবির তো ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা গাছ কাটবে কেন?

উত্তর : জামায়াত শিবির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় হেইডা জান আর যে দল ইসলাম প্রতিষ্ঠা করতে চায় হেই দলকে যে সাপোর্ট করা লাগে মুসলমানের বাচ্চা হইয়া হেইডা জান না।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File