হাল মিন নাসিরিন ইয়ানসুরনা?...

লিখেছেন লিখেছেন শাহাদাত মাহমুদ সিদ্দিকী ১২ অক্টোবর, ২০১৬, ০৩:৫২:১১ দুপুর



মহররম মাস আসতে না আসতেই দেখি

বেশকিছু অতি ঈমানদার কথায় কথায় শিয়া! কবীরা গুনাহ! ভন্ডামি! বিদয়াত! ইত্যাদি বলে বেড়ান...

মক্কা বিজয়ের পর ইসলাম-গ্রহণকারী মুয়াবিয়াকে 'জলীলুল কদর' সাহাবী বানাতে উঠেপড়ে লাগেন।

সেই সাথে আত্মনিয়োগ করেন 'সাহাবীপূত্র' ইয়াজীদের দোষস্থলনের পূন্যকর্মে।

আর ইমামের জন্য খানিকটা মায়াকান্না দেখিয়ে বোঝাতে চায়, তোমরাও মায়াকান্নাতেই সীমাবদ্ধ থাকো!!...

কেউ কেউ ইমামকে আবু বকর উমরের সাথে তুলনা করে ছোট করে দেখিয়ে বলে, তাঁর মৃত্যুও আলাদা কিছু নয়!!

অথচ একবারও প্রশ্ন করেন না, দোর্দন্ড প্রভাবশালী মুসলিম রাষ্ট্রের সবচেয়ে মর্যাদাবান মানুষটিকে এভাবে খন্ডবিখন্ড করা হচ্ছে, আর তিনি বলছেন-

হাল মিন নাসিরিন ইয়ানসুরনা?...

কেউ কি আছে আমাকে সাহায্য করার মতো?...

কি হৃদয়বিদারক আকুতি?...

এ আকুতি নিজেকে বাঁচানোর জন্য ছিলো?...

না! উনি তো শহীদ হয়েই যাচ্ছিলেন...

আহ! ইমাম...

এ আকুতি মুসলিম উম্মাহর জন্য!

তাঁর চেয়ে কে বেশী জানতো, মুসলিম উম্মাহর উপর আজ যে জগদ্দল স্বৈরাচার চেপে বসছে তা এ উম্মাহর প্রাণশক্তিকে নিঃশেষ না করে ক্ষান্ত হবে না?!

কে বেশী জানতো এভাবে উম্মতে মুহাম্মদী একদিন পথভ্রষ্ট অভিশপ্ত সভ্যতার গোলাম হতে বাধ্য হবে?...

আপনি কে বা কোন পন্থি জানিনা, জানার প্রয়োজনও বোধ করি না, শুধু বলবো,

মনে রাখবেন-

বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর আজকের এই অধঃপতন-

তা মুয়াবিয়া প্রতিষ্ঠিত রাজতন্ত্র এবং তার প্রতি মুসলমানদের সামগ্রিক সংগ্রামহীনতার পরিণতি মাত্র।

এই পরিণতি আল্লাহ তা'লা সেদিন পর্যন্ত দীর্ঘায়িত করবেন- যতদিন না এই উম্মাহ সামষ্টিক এবং সর্বোতভাবে দেশে দেশে প্রতিষ্ঠিত মুয়াবিয়াতন্ত্র, এজিদতন্ত্রের প্রতিপক্ষে রুখে দাঁড়াচ্ছে।...

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378637
১২ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৪৫
স্বপন২ লিখেছেন :

Excellent

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File