বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিতেই মধ্যপ্রাচ্যে তুরস্কের লড়াই: এরদোগান

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১২ অক্টোবর, ২০১৬, ০৩:০২:৫৭ দুপুর

গোটা বিশ্বের জ্বালানি সরবারহকারী অঞ্চল মধ্যপ্রাচ্য শীঘ্রই সন্ত্রাসবাদের কবল থেকে উদ্ধার হবে বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সোমবার একটি উচ্চ পর্যায়ের জ্বালানী সম্মেলনে বলেছেন।

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ২৩ তম বিশ্ব জ্বালানি সম্মেলনে এরদোগান বলেন, ‘বিশ্বের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রস্থল মধ্যপ্রাচ্য সন্ত্রাসীদের হাত থেকে শীঘ্রই মুক্তি পাবে। তাই বিশ্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মধ্যপ্রাচ্যে আমরা লড়াই করছি’।

এরদোগান আরো বলেন, তুরস্ক ইউরোপের চতুর্থ জ্বালানি করিডোর নির্মাণ করতে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক বিশ্ব জ্বালানি বাজারে বেশকিছু প্রজেক্টের উদ্যোক্তা।

পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে জ্বালানি সরবারহে বিশেষত গ্যাস সরবারহে তুরস্ক সবচেয়ে টেকসই রুট। তিনি আরো বলেন, ২০১৬ ও ২০১৭ সালে বিশ্ব জ্বালানি ক্ষেত্রে তুরস্ক আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বর্তমানে তুরস্ক জ্বালানি চাহিদা মেটাতে অন্য দেশগুলোর উপর নির্ভরশীল। ভবিষ্যতে এ নির্ভরতার পরিমাণ কমিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট।

তুরস্ক সরবারহকারী দেশ নয়। তাই আমাদের মূল ফোকাস রূপান্তর ও আমদানির ওপর’ তিনি যোগ করেন।

তিনি জ্বালানি কোম্পানিগুলোকে তুরস্কে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, তুরস্কে জ্বালানি চাহিদা বাড়ছে। আমরা নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে ৩০% ও নিউক্লিয়ার খাত থেকে ১০% জ্বালানি লাভের আশা করছি’।

সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের নেতা ইলহাম আলিয়েভ ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপস্থিত ছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

100% Copy-Past

বিষয়: বিবিধ

৯৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378625
১২ অক্টোবর ২০১৬ দুপুর ০৩:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:০৮
313662
আনিসুর রহমান লিখেছেন : Thanks for visiting my blog and your comment
378631
১২ অক্টোবর ২০১৬ দুপুর ০৩:৩৯
হতভাগা লিখেছেন : মধ্যপ্রাচ্যে পশ্চিমারা ঝামেলা বাঁধিয়ে রেখেছেই তো তেল লুটতে ।
১২ অক্টোবর ২০১৬ রাত ০৮:৩৬
313664
আনিসুর রহমান লিখেছেন : Yes I am agreeing with you but recent incident indicate that they are loosing their groung. Inshallah the days are comming soon when each believer love each other and helps to protect their life and property
378638
১২ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৪৫
স্বপন২ লিখেছেন :

এক্সচেললেনট
১২ অক্টোবর ২০১৬ রাত ০৮:২৮
313663
আনিসুর রহমান লিখেছেন : Thanks for visiting my blog and your comment

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File