ইসলামি সামরিক জোট!!??
লিখেছেন লিখেছেন শাহাদাত মাহমুদ সিদ্দিকী ২২ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৬:২৬ রাত
...এবংকি ওআইসি’কে পাশ কাটিয়ে,
দূরদর্শী শুভচিন্তা বহির্ভূত হঠকারী একনায়কতান্ত্রিক মনোবৃত্তির প্রকাশ ঘটিয়ে,
বিশ্বের একমাত্র কার্যকর ইসলামিক রিপাবলিক ও তার মিত্রদের বাদ দিয়ে,
বিশেষ বিশেষ দেশের সম্মুখে ‘গোপন প্রতিশ্রুতি’র মুলো ঝুলিয়ে,
আমেরিকা-ইসরাইল ও সৌদির উম্মাহ-বিরোধী একান্তই সংকীর্ণ স্বার্থরক্ষার গ.সা.গু হতে সংজ্ঞায়িত ‘সন্ত্রাসবাদ’ মোকাবিলার জোট-
মোটেই ‘ইসলামি জোট’ হতে পারেনা।
কোনো জোটকে ইসলামি হতে হলে- মুসলমানদের নির্বাচিত রাষ্ট্রীয় প্রতিনিধির পাশাপাশি অবশ্যই উম্মাহর মূল স্পিরিট ধারণ ও লালনকারী মূলধারার ইসলামী আন্দোলনগুলোর প্রতিনিধিত্ব থাকতে হবে।
মুসলিম উম্মাহর সত্যিকার প্রতিনিধি এসব ইসলামি আন্দোলনকে অন্তহীন সন্ত্রাসে নিমজ্জিত রেখে, আঞ্চলিক ও আন্তর্জাতিক আধিপত্যবাদের দাসানুদাস নিপীড়ক রাষ্ট্রের কুলাঙ্গারদের দিয়ে সন্ত্রাসের সংজ্ঞায়ন কিভাবে বৈধ হতে পারে??
এবং সন্ত্রাসের 'সেই' সংজ্ঞার উপর গঠিত জোটকে 'ইসলামী সামরিক জোট' বলে চালিয়ে দেওয়া- উম্মাহর সাথে আরো একটি জঘন্য ভন্ডামি ছাড়া আর কিছুই নয়!
একইভাবে, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণে ইতোমধ্যে পরিত্যক্ত 'শিয়া-সুন্নি প্রসঙ্গে'র সেকেলেপনা উপস্থাপন করে নয়া দিগন্তের(১৮ডিসেম্বর) মাসুম খলিলীর মতো যারা অন্ধ অলীক আশাবাদের সুদূরপরাহত ফানুস ওড়ায়, তাদেরকে অধ্যয়নের ক্ষেত্রেও সতর্কতা অপরিহার্য!...
বিষয়: আন্তর্জাতিক
১১১০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আইসিস, বোকোহারাম, তালেবান, জামায়াত,হেফাজত প্রভৃতি এরা আসলে এক জিনিস না। প্রত্যেকের আবির্ভাব উৎস এবং পদক্ষেপ-প্রকৃতি একান্তই আলাদা।
এদের কোনোকোনোটি সাম্রাজ্যবাদীশক্তির ল্যাবরেটরিতে তৈরী, আবার কোনোকোনোটি সত্যিসত্যিই আধিপত্যবাদের মাথাব্যাথার কারণ।
মিডিয়ার উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও তার কল্পনাতীত রাজনীতিকীকরণ থেকে যতদূর সম্ভব সতর্ক থাকার প্রয়াস এবং নিজেদেরকে কোনো ধারণায় বদ্ধমূল করে ফেলার বিপদ থেকে রক্ষাই আমাদের আমজনতার পহেলা দায়িত্ব...
এরপরই চলতে পারে অন্য কিছুর আলোচনা...
যাই হোক, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ...
বাকি রইল কেবল নাক, কান, চক্ষুহীন আপনার মত কিছু ব্লগ/ফেসবুক বাজ বায়বীয় আল্লার বান্দা। অথর্ব আল্লা ভাইরাসের খপ্পরে পরলে যা হয় আর কি। ধন্যবাদ।
আল্লাহ ভাইরাস নন, ভাইরাসের স্রষ্টা...
যে ভাইরাস দেখতে চিনতে মানবজাতির হাজার হাজার বছর কেটে গেছে!! এখনো নিস্পত্তি করতে পারেনি এ জীব না জড়...
যাই হোক, সমাধান তো আপনার কমেন্টেই আছে-
প্রথমত, ফেসবুক ব্লগবাজ 'বায়বীয়' আল্লার বান্দাদের প্রকৃত-অর্থে এবং কংক্রিট আল্লাহর বান্দা হতে হবে। কোনো 'অথর্ব আল্লা ভাইরাসের খপ্পরে' পড়ে আইসিস বোকোহারাম হয়ে ওঠা হারাম করে দিতে হবে...
দ্বিতীয়ত,
'অথর্ব আল্লা ভাইরাস'মুক্ত, সর্বময় সার্বভৌম আল্লাহর অকৃতিম বান্দাদের একটি দল...
অনেক ধন্যবাদ।
প্রথম কমেন্টের জবাবেই বলেছিলাম-
'মিডিয়ার উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও তার কল্পনাতীত রাজনীতিকীকরণ থেকে যতদূর সম্ভব সতর্ক থাকার প্রয়াস এবং নিজেদেরকে কোনো ধারণায় বদ্ধমূল করে ফেলার বিপদ থেকে রক্ষাই আমাদের আমজনতার পহেলা দায়িত্ব...'
আর মিডিয়া মানে তো বোঝেন, পাশ্চাত্যের মিডিয়া, আরো ক্লিয়ারলি বললে ইসরাইলী মিডিয়া...
যাই হোক, আপনার জন্য আপাতত একটি লিঙ্ক দেয়া যাক-
https://www.facebook.com/notes/nur-hosain-majidi/514443378719200
কারণ নোটটি অনেক ভালো, টু-দ্যা-পয়েন্ট এবং গোছালো।
তা আমি যদি সংশ্লিষ্ট বিষয়ে লিখতে সমর্থ হই, আপনাকে জানাবো।
সে পর্যন্ত অনেক ধন্যবাদ...
একাজে তারা অনেক expert.
ইতোপূর্বে তারা ইরানের বিরুদ্ধে ইরাকের সাদ্দামকে লেলিয়ে দিয়েছিল, তারপর ধ্বংস করলো ইরাক, সাদ্দামকে ফাঁসি দিয়েছিলো ঈদের দিনে...
দু'দিন আগে কমিউনিজমের প্রতিপক্ষে ব্যবহার করেছে মুসলমানদের, তারপর মুসলমানদের 'সন্ত্রাসী' সংজ্ঞায়িত করে শুরু করলো 'সন্ত্রাসের বিরুদ্ধে অন্তহীন যুদ্ধ'...
সো, শত্রু-মিত্র চিহ্নিত করাই আজকের পৃথিবীর বড় চ্যালেঞ্জ, বিশেষত মুসলমানদের জন্য...
এরা কারা, জানালে খুশি হতাম ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ও হ্যাঁ, ওরা- ইসলামিক রিপাবলিক অব ইরা্ন।
কিংবা ইরান আদৌ কোন সহায়তা করতে পারে কিনা সে ব্যাপারেও নেয়া যাক কিছু খোঁজ-খবর...
http://www.bdfirst.net/blog/blogdetail/detail/6441/shahadat.fbw/72802#.VnmjmE8ifIU
মন্তব্য করতে লগইন করুন