দেখা হয় নাই চক্ষু মেলিয়া - ৩
লিখেছেন লিখেছেন এলিট ২২ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৬:০৭ রাত
আমাদের আশেপাশের চেনা বস্তুগুলো ক্ষুদ্রাকার বস্তুগুলো অণুবীক্ষণ যন্ত্রের নীচে কেমন দেখায়। উপরের ছবিটি হচ্ছে চক - যেটা দিয়ে ব্লাকবোর্ডে লেখা হয়। ওই গোল ডিজাইনের রিং এর মতন দেখতে জিনিসগুলো হচ্ছে চকের গুড়া। আগের পর্বগুলির লিঙ্ক নীচে দেওয়া হল।
লবন
জমাট বাঁধা রক্তের কনা
তুষার (বরফ) কনা
ষ্টীলের সুক্ষ ফাটল (যেটা খালি চোখে দেখা যায় না)
ভোদকা - রাশিয়ান মদ বিশেষ
ব্রকলী - ফুলকপি জাতীয় সবুজ সবজি
প্লাঙ্কটন - পানিতে বাসকারী ক্ষুদ্র জীবানু
আলু
কমলা লেবুর রস
লাইট বাল্বের ফিলামেন্ট (যে অংশটুকু জ্বলে)
লোহার মরিচা
প্রজাপতির ডানা
ফুলের পরাগ রেনু
আঙ্গুলের ছাপ
গীটারের তার
দেখা হয় নাই চক্ষু মেলিয়া - ১
দেখা হয় নাই চক্ষু মেলিয়া - ২
আমার ফেসবুক ---------- এখানে
বিষয়: বিবিধ
১৭৮২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রক্ত টির বিষয়ে ভুল হতে পারে। যতটুক যানি দানাদার হয়।
মন্তব্য করতে লগইন করুন