টকশোর বিশিষ্টজনরা পর্নোগ্রাফির সাথে যুক্ত ?

লিখেছেন লিখেছেন প্রেস২৪ ২১ জুন, ২০১৩, ০৬:০৩:৫৯ সন্ধ্যা



ভারতে ধর্ষণের ঘটনা দিনকে দিন বাড়ছে। জনতার ক্ষোভ-বিক্ষোও বাড়ছে। এ নিয়ে টেলিভিশন চ্যানেলগুলোও সরগরম। এ অবস্থায় টিভির ভূমিকার সমালোচনা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নজিরবিহীন আক্রমণ করেছেন তিনি টিভি চ্যানেল আসা বিশিষ্টজনদেরও।

বর্ধমানের গলসিতে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ''টিভিতে বসে রসিয়ে রসিয়ে যারা ধর্ষণ নিয়ে কথা বলেন তাঁরা অনেকেই পর্ণোগ্রাফির সঙ্গে যুক্ত।'' একটি অনলাইন নিউজের বরাত দিয়ে আরো জানা যায়, এ দিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ''দুটো-তিনটে ঘটনাকে নিয়ে সন্ধ্যাবেলা থেকে বসে বসে, রসিয়ে রসিয়ে কথা বলে, মিচকি মিচকি কথা বলে, আমার মা-বোনোদের দিনের পর দিন যেভাবে অসম্মান করা হয়, দিনের পর দিন কতগুলো দুর্বৃত্ত চ্যানেল, যাদের নিজেদের ঠিক-ঠিকানা নেই, তারা বসে বসে আমার মা-ভাই-বোনেদের অসম্মান করছে। বাংলার মাকে অসম্মান করছে। বাংলার আম্মাকে অসম্মান করছে। এরা ঠিক করছে না।''

''বাচ্চারা যা জানত না, সেটাও তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ডাকা হচ্ছে যাদের, তাদের মধ্যে অনেকেই পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত। সমাজসেবী, যারা কোনওদিন সমাজসেবা করেনি। টাকা নিয়ে টাকাসেবী। টক-শো মানে এখন টাকা শো।'' যোগ করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

উৎসঃ পরিবর্তন

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File