মন চায় আগাগোড়া নষ্ট এই সমাজটাকে ছাতু বানিয়ে ফেলি!
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ০৪ এপ্রিল, ২০১৪, ০৯:০০:৪৬ রাত
পুলিশ এসে সম্পুর্ণ অন্যায় ভাবে যেসব খিস্তি খেউর দিয়ে গেল, যে অভদ্র আর অসভ্য ভাষায় আমাদের চৌদ্দ গোষ্ঠি তুলে গালি গালাজ করে গেল তা দেখলে আদিম যুগের অসভ্য মানুষরা লজ্জায় মুখ লুকাতো। আমার জিবনে এই ধরণের সুসভ্য! শব্দ শুনিনি। আমার মুক্তিযোদ্ধা বাবা যদি কবর থেকে জানতে পারতেন এই সব কুলাঙ্গার পুলিশেরা এভাবে তাকে গালাগাল করছে, তাহলে তার আত্বা হয়ত আফসোস করে বলত -'এসবের জন্যই বুঝি যুদ্ধ করেছিলাম, এগুলোই বুঝি আত্বত্যাগের বিনিময়?'
যে ভূমিখেকো বালপন্থি জালিমেরা এদেরকে লেলিয়ে দিয়েছে এমনকি তারাও পুলিশের সিকিভাগও করেনি। মুখে ছাটা দাড়ি দেখে মনে হয় তাদের ধৃষ্টতা শতগুন বৃদ্ধি পেয়েছিল। এসব দেখে শুনে শুধুই মনে হয়েছে, কিসের জন্য পুলিশ? কিসের জন্য আইন আদালত? পুলিশ জনগনের বন্ধু নাকি ক্ষমতাশালীদের সেবক? লজ্জা আর গ্লানিতে মাথা হেট হয়ে যাচ্ছে।
এই সমাজে বেচে থাকার কোন অর্থই খোজে পাচ্ছি না। কিন্তু সময়ের আগে মরতেওতো পারবনা। তাই মন চায় আগাগোড়া নষ্ট এই সমাজটাকে ভেঙ্গেচুড়ে গুড়ো করে দেই। ছাতু বানিয়ে একটি ন্যায়ের সমাজ গড়ি! হায়! যদি পারতাম!!
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ সহায়
আমি ভাল ছেলে।
পুলিশ বলে চোর বেটা তুই,
তোকে দেব জেলে।
কেইবা শুনে কাহার কথা,
এক বারিতে ফাঁটায় মাথা,
ফিনকি দিয়ে রক্ত ঝরে,
ছট ফটিয়ে লোকটি মরে।
তবু দেশের মন্ত্রী বলে,
দেশটা নাকি ভালই চলে!
বহু মেয়ের গলায় ফাঁশি?
পুলিশ হাসে মুচকি হাঁসি!
আরো কিছু আসবে নগদ,
আপোস নামা মামলা বাবদ।
আদালতে বিচার গেলে,
খেল তামাসার বিচার চলে,
বাদী পাঠায় কেন্দ্র জেলে,
খুনিকে দেয় বাঁধন খুলে,
এমনি তর বিচার চলে,
বিচার পতির বাহু বলে।
রাস্তা ঘাটে মানুষ মরে,
হর হামেশা পানির দরে,
ড্রাইবার বেটা মাইরা পালায়,
টাকার জন্য পুলিশ জ্বালায়,
লাশ দিবেনা টাকা ছাড়া,
টাকার জন্যই লাশটি ধরা।
মন্ত্রী চালায় পাগলা ঘোড়া,
পাপির হাতে ফুলের তোড়া,
ডাকাত পুলিশ মানিক জোড়া,
কথা কইলে খাইবো ধরা,
রিমান্ডেতেই পরবো মারা,
এমন দেশেই আছি মোরা।
পিলাচ
মন্তব্য করতে লগইন করুন