আমার সোনার বাংলাদেশ

লিখেছেন লিখেছেন পাগলা বাবা ২৯ মে, ২০১৩, ১০:৩৮:৩৮ রাত



ছোট্ট একটি দেশ “বাংলাদেশ” তবে গর্ব করার মত এখন অনেক

কিছুই আছে যা আমি আপনি অনেকেই জানতাম না !

জেনে নেয়ে যাক আজ আমাদের স্বদেশ সম্পর্কে ।

★★ দূর্নীতিতে বাংলাদেশ আগে ছিল চ্যাম্পিয়ন, কিন্তু এখন

১৩তম!

★★ বিশ্বের সুখী রাষ্ট্রসমুহের মাঝে বাংলাদেশের

অবস্থান ১১তম!

★★ পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশের স্থান

কক্সবাজার!

★★ বৃহত্তর সিলেট এখনও ‘দ্বিতীয় লন্ডন’

হিসেবে বিশ্বদরবারে পরিচিত!

★★ প্রধান ও একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের

বাংলাদেশেই! (ভারতের অংশটুকুতে বর্তমানে প্রাণী সম্পদ

কম।)

★★ বিশ্বে এখনও সবচেয়ে বেশী পাট উত্পাদন আমরাই করি!

★★ বাংলাদেশ ফ্রীল্যান্সিং এ এখন বিশ্বে ৩য় এবং খুশির

খবর হল এই ধারা অব্যাহত

থাকলে আমারা ফ্রীল্যান্সিং খাতে ২০১৫ এর দিকে ১ম

স্থানে চলে আসবো!

★★ ‘মসজিদের শহর’ এখনও ঢাকা–ই আছে!

★★ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত একমাত্র বাংলাদেশেই

(কক্সবাজার)!

★★ আমাদের শহীদ দিবসই স্বীকৃতি পেয়েছে “আন্তজার্তিক

মাতৃভাষা দিবস” হিসেবে!

★★ পৃথিবীর জনপ্রিয় ভাষাগুলোর মাঝে ‘বাংলা’ এখনও ৪র্থ!

★★ আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ

দিয়েছে!

★★ পবিত্র হজ্বের পরেই মুসলমানদের সবচেয়ে বড়

মিলনায়তনের স্থান হলো “বিশ্ব ইজতেমা” যা কিনা একমাত্র

বাংলাদেশেই হয়!

★★ পবিত্র কাবা’র ৫ ওয়াক্ত নামাজের জন্য নিযুক্ত পাঁচজন

ঈমামের মাঝে একজন বাংলাদেশী! এর চেয়ে বেশি সম্মান

আর কোথায় আছে?

★★ এবারের হজ্বেও স্বয়ং আরবের পরেই

সবচেয়ে বেশী সংখ্যক হাজী ছিলেন বাংলাদেশ থেকে!

★★ পৃথিবীর সয়চেয়ে বড় আর উচ্চতম মন্দির আমাদের

বাংলাদেশেই অবস্থিত!

★★ এখনও প্রতি রমজানে পবিত্র মক্কার

মসজিদগুলোতে তারাবীহ এর সালাত পড়ানোর দাওয়াত

যারা পান, তাদের দুই– তৃতীয়াংশই বাংলাদেশী!

★★ ক্রিকেটে বিশ্বের এক নম্বর অল– রাউন্ডার সাকিব

আমাদের দেশেরই!

★★ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ!

★★ YouTube আবিষ্কারক তিনজনের একজন (জাবেদ করিম)

বাংলাদেশী বংশোদ্ভূত!

★★ বিশ্বের প্রভাবশালী ১০ জন মানুষের মধ্যে “খান

একাডেমীর” প্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশোদ্ভুত সালমান

খান একজন!

★★ আমাদের বাংলা ভাষা অন্য দেশের ২য় রাষ্ট্রভাষার

সম্মান পেয়েছে!

★★ যুক্তরাজ্যে বাঙালীদেরকে নিয়ে গঠিত

হয়েছে “মিনি বাংলাদেশ”!

★★ চীনে বাঙ্গালীদের জন্য “বাংলাদেশ দিবস”

নামে একটি দিন জাতীয়ভাবে পালন করা হয়!

★★ নিউইয়র্কের সিনেটে বাংলাদেশের স্বাধীনতা দিবস

উদযাপনের আইন করে বিল পাশ করা হয়েছে!

★★ আমাদের জাতীয় কবির লিখিত কবিতা তুরস্কের জাতীয়

সঙ্গীত!

::: অথচ আমরা শুধুই চেঁচাই যে আমাদের কিছুই নাই :::

বিষয়: Contest_mother

১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File