আ্ওয়ামী পুলিশ বাহিনী এবং খুনী বাকশালীয় ডিবি বাহিনীর নির্যাতনে ড. মাসুদ মৃতপ্রায় অজ্ঞান অবস্থায় হাসপাতালে

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১২ আগস্ট, ২০১৪, ১১:০৫:০৯ রাত



পুলিশি রিমান্ডে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার মোহাম্মদপুরের একটি বাসা থেকে পুলিশ তাকেসহ ১৯ জন জামায়াতে ইসলামীর নেতা কর্মীকে গ্রেফতার করে। পরদিন তাদেরকে আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে মোহাম্মদপুর থানা ও ডিবি পুলিশের একটি টিম জিজ্ঞাসাবাদ করছে।

দলীয় ও গ্রেফতারকৃতদের পারিবারিক সূত্র অভিযোগ করেছে রিমান্ডে গত দু’দিন ধরে জিজ্ঞাসাবাদকালে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। বিশেষ করে শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের ওপর চরম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

আজ দুপুরে অত্যন্ত গোপনীয়ভাবে তাকে অচেতন অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান সরকারের পুরো সময়টাতে ডিবি পুলিশে কর্মরত একজন কর্মকর্তার নেতৃত্বে জিজ্ঞাসাবাদকালে এই নির্যাতন চলে। মেধাবী ছাত্র নেতা মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন এবং ছাত্র শিবিরের নেতৃত্ব দেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।

নেতৃত্বের গুনাবলী এবং সাংগঠনিক দতা থাকায় পুলিশ তাকে খুঁজছিলো। পুলিশের ধারণা জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে ড. মাসুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

এর আগেও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করে এবং তার ওপর অকথ্য নির্যাতন চালায়। ওই সাবেক ছাত্র নেতা এখনো কারাগারে আটক রয়েছেন এবং প্রায় পঙ্গু হয়ে গেছেন।

রাজারবাগ পুলিশ হাসাপতালে যোগাযোগ করা হলে কেউ এনিয়ে মুখ খুলতে চাননি।

উৎসঃ নয়া দিগন্ত

বিষয়: বিবিধ

৩০৬৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253759
১৩ আগস্ট ২০১৪ রাত ১২:৩২
সন্ধাতারা লিখেছেন : Simply inhuman!!! Jajakallahu khair.
253760
১৩ আগস্ট ২০১৪ রাত ১২:৩৩
গ্রামের পথে পথে লিখেছেন : এই জঙ্গি মুমিনকে ভদ্র ডিবি পুলিশ দিয়ে হবে না। একে ইসরাইলি সেনাদের কাছে রিমান্ড দেয়া হোক।
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৫:২৭
197697
মনসুর আহামেদ লিখেছেন : @গ্রামের পথে পথে,অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া, 
মারিয়া 
পরীবানু 
মরুর মুসাফির 
পরীবানু ,সততার আলো 
অশ্বথমা 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
পরমা ,নীলমণীলতা 
বিলকিস লায়লা 
দস্তার 
রুপবান 
মুক্তিযুদ্ধ ৭১ 
দ্রাবীড় বাঙাল 
লেয়লা ইসলাম 
বিলকিস 
বাংলা ৭১ 
ভিক্টোরিয়া 
হেলেনা 
পল্লব প্রভাতে 
খালেদ 
রুশো তামজিদ 
বারাংগনা 
মধুবালা 
সখি 
ফয়সাল১ 
মাঝি-মাল্লা, , 
লায়লার 
লায়লা০০৭ 
রাতুল দাস 
চকো চকো 
সায়েদ-রিয়াদ 
বিভ্রান্ত নাবিক 
ফাজিল 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
মুক্তিযুদ্ধ ৭২ 
দ্রাবীড় বাঙাল 
পিচ্চি পোলা 
কাওসাইন হক 
চাষা 
jahed_ullah 
নীরু 
সাদা মন 
সাদা মন 
চোথাবাজ 
আমি বিপ্লবী 
সততার আলো সকাল সন্ধ্যা 
এই নেরিকুত্তার এত নিক
\
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৬:১৬
197708
তহুরা লিখেছেন :
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৭:০৬
197713
তহুরা লিখেছেন : একই প্রশ্ন ছাত্রলীগ কর্মী আর
ছাত্রশিবির কর্মী কে করা হলে
আসুন দেখি কার ঊত্তর কেমন হয়??
প্রথমে ছাত্রলীগ কর্মী কে প্রশ্ন
করি....
১)প্রশ্ন : বলোতো জাতির
পিতা কে?
ছাত্র লীগ কর্মী : শেখ মুজিব...
২)প্রশ্ন : তুমি কোন ধর্মের
অনুসারী?
ছাত্রলীগ কর্মী : আমি ধর্ম
নিরপেক্ষ...
৩)প্রশ্ন : তোমার প্রিয় শ্লোগান
কী?
ছাত্রলীগ কর্মী : জয় বাংলা-
জয় বঙ্গ বন্ধু...
৪)প্রশ্ন : তুমি কার আদর্শ লালন
কর?
ছাত্রলীগ কর্মী : শেখ মুজিবের
আদর্শ...
৫)প্রশ্ন : তোমার জীবনের লক্ষ্য
কী?
ছাত্রলীগ কর্মী : শেখ মুজিবের
মতই নেতা হওয়া...
এবার ছাত্রশিবির
কর্মী কে প্রশ্ন করি...
১) প্রশ্ন : বলোতো জাতির
পিতা কে?
শিবির কর্মী : ইব্রাহীম (আঃ)...
২) প্রশ্ন : তুমি কোন ধর্মের
অনুসারী?
শিবির কর্মী : অবশ্যই ইসলাম
ধর্মের অনুসারী..
৩)প্রশ্ন : তোমার প্রিয় শ্লোগান
কি?
শিবির কর্মী :
নারায়ে তাকবীর- আল্লাহ্
আকবার..
৪)প্রশ্ন : তুমি কার আদর্শ লালন
করো?
শিবির কর্মী : আল্লাহ্ ও তার
রাসূলের আদর্শ..
৫)প্রশ্ন : তোমার জীবনের লক্ষ্য
কি?
শিবির কর্মী :
বাংলাদেশে কুরআনের আইন
কায়েম করা...
প্রিয় বন্ধুরা এখন আপনারা ফ্রেশ
মনে বলেন কার ওত্তর ভালো হয়েছে ??
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
197802
সুন্দরের আহবান লিখেছেন : মানুষরুপী কোন জানোয়ারের জবাব না দেয়া ভালো, আপনার নামের বানান ভুল হবে- জাহান্নামের পথে
253772
১৩ আগস্ট ২০১৪ রাত ০২:০৮
কাজি সাকিব লিখেছেন : জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না!
253794
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৫:৪৭
দ্য স্লেভ লিখেছেন : যদিও আমি তার রাজনীতি করিনা,তারপরও বলছি এটা চরম অন্যায়। এর প্রতিবাদ করছি। আর এভাবে কখনও ইসলামকে থামানো যায়না। যারা এসব করছে তাদেরকে একসময় শাস্তি পেতে হবে। বর্তমান সরকার কাফির,মুশরিকদের থেকেও অনেক বেশী যালিম
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৭:৪৪
197715
কাহাফ লিখেছেন : সহমত..............।
253798
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৬:২২
তহুরা লিখেছেন :


253801
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৭:৪৩
কাহাফ লিখেছেন : হে আল্লাহ,মুমিনদের কে হেফাযত কর.............।
253802
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৭:৪৮
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ১৫ আগষ্ট তুমি আমাদের জীবনে আর এক বার এসো! প্লিজ!
253852
১৩ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৭
ইয়াফি লিখেছেন : আল্লাহ তুমি বাংলাদেশকে রক্ষা কর!
253860
১৩ আগস্ট ২০১৪ সকাল ১১:১৫
বুড়া মিয়া লিখেছেন : পেছনের ইতিহাস আমাদের যা শিক্ষা দেয় – তাতে করে দাবী করা উচিত সবারই সমস্ত জিজ্ঞাসাবাদ আদালতে প্রকাশ্য-যুক্তি-তর্কের মাধ্যমেই করতে হবে, কোনরকম জিজ্ঞাসাবাদ রিমান্ডে নিয়ে করাই যাবে না কখনো, এবং এটা আসলে উচিত-ই না বলেই বোঝা যায়।

যে-কোন ধরনের ভিত্তিহীন রাষ্ট্রীয়-নির্যাতনের নিন্দা জানাই।
১০
253872
১৩ আগস্ট ২০১৪ সকাল ১১:৪০
হতভাগা লিখেছেন : মাসুদকে দিয়ে শিবিরকে শিক্ষা দেওয়া হচ্ছে ।

কচি শিবির - শিবিয়াইনরা! তোমরা এখনও সতর্ক না হলে পরে আফসোস করবে । এই আওয়ামী লীগ খুব কড়া ,শক্ত হাতেই দেশ চালাচ্ছে ।
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
197804
সুন্দরের আহবান লিখেছেন : আ্ওয়ামী জানোয়ারদের মোকাবেলা করেই শিবির এগিয়ে যাবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File