মুমিন কখনো বেহুদা কাজে সময় নস্ট করবে না-অনর্থক বিতর্কে লিপ্ত হবে না
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১১ আগস্ট, ২০১৪, ১১:২৬:৩৬ রাত
একজন ঈমানদারের দায়িত্ব হচ্ছে সময়ের সদ্ব্যবহার করা। সময়কে কাজে লাগানো, সময়ের কাজ সময়ে করা, অহেতুক বিতর্ক, তর্ক ঝগড়া না করা। ইদানিং প্রায়ই দেখি অনেকে ফেইসবুক,ব্লগ, টুইটারে অহেতুক বিতর্কে লিপ্ত হন এবং এ বিতর্ক শেষ পর্যন্ত অশ্রাব্য গালি-গালাজের পর্যায়ে চলে যায়। অনলাইনে ফেইসবুকে, টুইটারে তো তথ্য জানবেন, জানাবেন, যোগাযোগ করবেন, দাওয়াতী কাজ করবেন। এর বাইরে যিনি বা যারা অহেতুক সময় নস্ট করেন, বিরক্তিকর মন্তব্য করেন, বিতর্কে লিপ্ত হন তারা মূলত সময়ের অপচয় করছেন। একটি বিষয় স্মরণে রাখতে হবে যিনি বা যারা অদর্শকে ধারণ করতে পারেন না, নিজের বিশ্বাস ও আদর্শ বলতে কিছু নেই, যার কাছে সত্যিকার কোন দিগদর্শন নেই, যার জীবনের কোন মিশন এবং ভিশন নেই, যার মধ্যে দায়ীর বৈশিষ্ট নেই তার কাজে হচ্ছে অপরের ভাল কাজের সমালোচন করা, তার দোষ খুজে বেড়ানো, মিথ্যা প্রপাগান্ডা চালানো। এ কাজে তাকে সাহায্য করে শয়তান। শয়তান দু’জনের মাঝে বিতর্ক সৃস্টি করে দিয়ে তাদেরকে দাওয়াত ইলাল্লাহর কাজ থেকে, ভাল কাজ থেকে, আল্লাহর বন্দেগী করা থেকে বিরত রাখে। ফেসবুকে প্রায়ই দেখি দু শ্রেণির মানুষ এর মধ্যে একদল আছে ধর্ম-নিরপেক্ষ চিন্তা ও আদর্শের ধারক, কমিউনিজমের নস্কিক্যবাদী চিন্তার ধারক, মুক্ত চিন্তার নামে বেহায়াপনা বেলেল্লাপনার প্রচারক এরা ইসলাম, ঈমান, আল্লাহ রাসুল কুরআন, ইসলামী আন্দোলন সম্পর্কে এমন সব বিশ্রি ভাষা ব্যবহার করে গালিগালাজ করে যা মূখে আনাও সম্ভব নয়। কেউ কেউ আবার এর প্রতিবাদে মন্তব্য করতে গিয়ে এমন সব অশ্রাব্য ভাষার সম্মূখীন হন যা আরো বেশী বিরক্তিকর। মূলত শয়তান এদের মাধ্যমে দীনের দায়ীদের ব্যস্ত রাখতে চায়, যাতে দীনের দায়ীরা সাধারণ মানুষের কাছে ইসলামের আহ্বান পৌছাতে না পারে। আর এক দলকে দেখি নিজেকে আলেম, মুফতী, মুহাদ্দিস পরিচয় দিয়ে বিভিন্ন ইসলামী সংগঠন, সংস্থা এবং ইসলামী স্কলারদের বিরুদ্ধে অপপ্রচার চালায় যাতে মানুষ তাদের সম্পর্কে খারাপ ধারণা করে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যারা ইসলামের দুশমনদের চতুর্মূখী হামলা, ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার তাদের বিরুদ্ধেই কেউ মুফতী সেজে, কেউ মুহাদ্দিস সেজে ফতোয়া জারি করেন, মন্তব্য লেখেনÑ তাদের এ প্রচারণায় কোন লাভ হোক বা না হোক অন্তত ইসলামের দুশমনরা খুশী হয়। আর শয়তান এবং মানুষ্য সমাজে বসবাসকারী তার অনুসারীরা মনে করে এ ধরনের লোক তাদের দরকার। এ ধরনের লোকদের সাথে দীনের দায়ী এবং যারা সত্যিকার অর্থে একটি ইসলামী সমাজ বিপ্লবের সংগ্রাম করছেন তাদের বিতর্কে জড়িত হওয়া মানে আপনার মূল্যবান সময় নস্ট করা।
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভাল পোষ্ট ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন