পশ্চিমাদের গণতন্ত্র ও মানবাধিকার মানে মুসলমানদের হত্যা করো, নিধন করো, শেষ করে দাও

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০৯ আগস্ট, ২০১৪, ০৮:৩৫:১০ সকাল

বিশ্ব সন্ত্রাসীরা আবার ধ্বংসযজ্ঞ শুরু করেছে- বিশ্ব মোড়লরা আগুনে ঘৃতাহুতি দিচ্ছে। নিজ ভূমিতে পরবাসী আজ ফিলিস্তিনী জনতা। মেহমানের বেশে প্রবেশ করা, ডাকাত রুপে আবির্ভূত হওয়া খুনী জল্লাদ বাহিনী ইসরাইলীদের নির্মম ধ্বংসযজ্ঞ চেয়ে চেয়ে দেখছে বিশ্ব মানবাধিকারের ফেরিওয়ালা এবং গণতন্ত্রের তথাকথিত রক্ষকরা। একদিকে ফিলিস্তিনে নারী, শিশু এবং সাধারণ জনতা নির্মম হত্যাযজ্ঞের শিকার হচ্ছে, তাদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে, তাদের স্কুল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় বোমা মেরে ধ্বংস করে দেয়া হচ্ছে- অপরদিকে বিশ্ব মোড়ল দাবীদাররা ইসরাইলীদের এই নির্মম ধ্বংসযজ্ঞ সমর্থন করে যাচ্ছে। এটাই ওদের মানবাধিকার, এটাই ওদের গণতন্ত্র।

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252477
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৪
তহুরা লিখেছেন :
252478
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৫
তহুরা লিখেছেন :

252481
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৮
সত্যকণ্ঠ লিখেছেন : আসলে কিছুই বলার নাই
252494
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:১৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এক দিকে ইসরাইলি বাহিনী গাজায় নতুন করে বিমান হামলা করে আবারো গনহত্যা শুরু করে দিয়েছে। অপর দিকে মার্কিন বাহিনী ইরাকের উপর বিমান হামলা মানুষ মারতেছে।

আসলেই পশ্চিমাদের গণতন্ত্র ও মানবাধিকার মানে মুসলমানদের হত্যা করো, নিধন করো, শেষ করে দাও।
252498
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৮
হতভাগা লিখেছেন :



252500
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩৮
সজল আহমেদ লিখেছেন : গাজার শিশু হত্যার ইস্যু নিয়ে "বঙ্গমিত্রের" নেতৃত্বে ফেসবুকে আমরা কয়েকজন পশ্চিমা মিডিয়া CNN এ কিছু ফিলিস্তিনের শিশু হত্যার চিত্র তুলে ধরেছিলাম ।আশ্চর্যের বিষয় এইযে,তারা সেই পৈশাচিকতাকে গুরুত্ব না দিয়ে আমাদেরকেই রিপ্লে বাটনে সন্ত্রাস আক্ষ্যা দেয় ।যুক্তরাষ্ট্রের বামপন্থিরা ভাবে ,মুসলিম মানেই সন্ত্রাস!
252504
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৫
গ্রামের পথে পথে লিখেছেন : মুসলমানরা সন্ত্রাস করে বলেই সবাই তাদের সন্ত্রাসী বলে........, সিম্পল,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File