বিসমিল্লাহতে গা চুলকানি- তসলিমাতে হৃদয় উতলানি

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪০:৫৬ সন্ধ্যা

অমানবাধিকার কমিশনরে চেয়ারম্যান ‌‌''কানা'' মিজান আজ নতুন তিনটি বচন ছেরেছেন- ১. বিসমিল্লাহির রাহমানির রাহীম অনর্থক শব্দ ২. ইমামরা খুতবায় রাজনৈতিক বক্তব্য দিলে চাকুরিচ্যুতি ৩.তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে হবে।

এ তিনটি বচনের মাধ্যমে কানা মিজান তার পরিচয় প্রকাশ করেছেন। ইবলিশ শয়তান বিসমিল্লাহির রাহমানির রাহীম শব্দ শুনলে তার গা জালা ধরে- এ শব্দে কানা মিজানের যেহেতু গা জালা ধরে তিনি ইবলিশ শয়তানের খাটি শিষ্য।

দ্বিতীয়ত তিনি মসজিদের ইমামদের চাকুরিচ্যুতির হুমকি দিয়েছেন- ইমামরা চাকুরী করেন না- তারা দায়িত্ব পালন করেন- কানা মিজানের কাছে প্রশ্ন মসজিদে ইমামরা কি বক্তব্য দিবে- তার নির্দেশনা দেয়ার তুমি কে? ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দীন বা জীবন ব্যবস্থা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিসহ মানব জীবনের সকল প্রশ্নের জবাব নিয়েই ইসলাম অবতীর্ণ হয়েছে। ইসলাম কোন খন্ডিত কোন জীবনাদর্শ নয়। কুরআনের প্রতি পাতায় পাতায় সমাজ,রাস্ট্র-সহ সকল বিষয়ের নির্দেশনা রয়েছে। তবে কি ইমাম সাহেবরা কুরআনকে বাদ দিয়ে কানা মিজান আর সুলতানা চক্রবর্তীদের নির্দেশনা অনুযায়ী খুতবা দিবে? তিনি আন্তর্জাতিক পতিতা এবং বিশ্বেও কোটি কোটি মানুষের ঈমান, বিশ্বাস ও আদর্শের দুশমন তসলিমার জন্য মায়া কান্না করে প্রমাণ করেছেন তিনি দ্বিতীয় দাউদ হায়দার। নব্য দাউদ হায়দারকে জনগণ বাংলার মাটিতে দেখতে চায় না।

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183443
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কানারে কাছে পাইলে একটা থাপ্পর দিতাম মনের মত করে
183445
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
মদীনার আলো লিখেছেন : এ তিনটি বচনের মাধ্যমে কানা মিজান তার পরিচয় প্রকাশ করেছেন। ইবলিশ শয়তান বিসমিল্লাহির রাহমানির রাহীম শব্দ শুনলে তার গা জালা ধরে- এ শব্দে কানা মিজানের যেহেতু গা জালা ধরে তিনি ইবলিশ শয়তানের খাটি শিষ্য।الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ [١١٤:٥]
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ [١١٤:٦]
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
135581
সুন্দরের আহবান লিখেছেন : মদীনার আলো- আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
183456
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১২
নূর আল আমিন লিখেছেন : মিজাইন্যা মাদাচ্চুৎরে থাব্রাইতে মুঞ্চায়
183460
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : কোথায় যেন কানা মিজান দেখেছি দেখেছি।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৮
135613
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : খুতবায় রাজনীতি হলে ইমামের চাকরিচ্যুতির আইন চান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কানা মিজান!!!
একটি মুসলিম প্র্রধান দেশে কানা মিজানরা কোন সাহসে এ দরনের জগন্যতম কথা বলে আল্লাহ মালুম।
আহারে মুসলমান!কোথায় আজ সেই মুসলমান???
183507
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : কানা মিজান!!!!
183548
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪০
সন্ধাতারা লিখেছেন : How Muslims are tolerating this sorts of worthless speech of so called .... Mizan. He should go to India where Taslima been sent.
183663
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০২
সজল আহমেদ লিখেছেন : কিছু কইলাম না তাইলে অশ্লীল বাইর হৈব।
183819
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ভাই সয়তানের মুখ থেকে আল্লাহর গুন গান হবে, সেটা কখনো আশা করা উচিৎঃ" নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File