নামাজ পড়ার পরেও জনগণ নাস্তিক বলে- দুঃখ রাখি কোথায়??
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ২১ জুন, ২০১৩, ০৪:৪৪:৪৩ বিকাল
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণ ভবনে পিরোজপুর জেলার আওয়ামীলীগ নেতাদের সাথে মত বিনিময় সভায় বলেছেন- আমার নামাজ পড়ি, কুরআন তেলাওয়াত করি এরপরও আমাদের নাস্তিক বলা হয়, তিনি স্বীকার করেছেন যে তাদের বিরুদ্ধে নাস্তিকতার অভযোগ আছে, তবে কেন এই অভিযোগ? কারণগুলো মোটা দাগের এখানে কোন সুক্ষ্ম কোন অনুভুতি কাজ করে না, এটি মানুষের আস্থা এবং বিশ্বাসের সাথে জড়িত। ভাই ভাইকে বলে না যে আমি তোমকে নিজ মায়ের পেটের ভাইয়ের মতো ভালবাসি-- এটি তাকেই বলতে হয় যিনি মেকী ভালবাসার অভিনয় করেন। জনগণ কেন আওয়ামীলীগকে ইসলামের দুশমন এবং নাস্তিকদের পৃষ্ঠপোষক মনে করে তার কয়েকটি কারণ আজ উল্লেখ করতে চাই। ১. আওয়ামী মুসলিম লীগ নাম থেকে মুসলিম বাদ দিয়ে দলের নাম আওয়ামীলীগ করা হয়। ২. কমিউনিজমের নাস্তিক্যবাদী দর্শন সমাজতন্ত্র রাস্ট্রীয় চার নীতিতে সন্নিবেশীত করে আওয়ামীলীগ। ৩. আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আলেম ওলামার ওপর জুলুম নির্যাতন শুরু হয়, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়, বিনা কারণে গ্রেফতার করা হয়, রিমান্ডে নেয়া হয়। ৪. ইসলামী এবং মাদরাসা শিক্ষা সংকুচিত করা হয়। ৫. ইসলাম বিরোধীদের আস্ফালন বেড়ে যায়। ৬. ইসলাম বিরোধী কর্মকান্ড প্রসার লাভ করে।৭. ধর্মীয় রাজনীতির উপর খড়গ নেমে আসে। ৭. তাফসীর মাহফিল, সীরাত মাহফিল ইসলামী জলসা বন্ধ করে দেয়া হয়। ৮. এবার ক্ষমতায় এস সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দেয়া হয়েছে। ৯. সংসদে ইসলাম বিরোধী নারী নীতি পাশ করা হয়েছে। ১০. কমিউনিস্ট শিক্ষা মন্ত্রীর মাধ্যমে নাস্তিক্যবাদী শিক্ষা নীতি বাস্তবায়নের কাজ চলছে। ১১. আলেমদের গণহত্যার শিকারে পরিণত করা হয়েছে। ১২. ইসলামপন্থী যুবকদের বিনা কারণে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। ১৩. নাস্তিক্যবাদী দর্শনে বিশ্বাসী কবি, নাট্যকার, লেখক এবং অভিনেতারা আওয়ামীলীগকে তাদের অভিভাবক মনে করে এবং আওয়ামীলীগও তাদের পৃষ্ঠপোষকতা দান করে।
আরো কিছু মোটা দাগের কারণ উল্লেখ না করলেই নয়-- ইসলামপন্থীরা যাদের উপর আস্থা রাখতে চায় তাদের সাথে পার্থক্য ১. প্রধান মন্ত্রীর ছেলের বউ একজন আমেরিকান- খৃস্টান পক্ষান্তরে অন্যজনের ছেলের বউ বাংলাদেশী এবং মুসলমান।২. আওয়ামীলীগের সাধারণ সম্পদাকের স্ত্রী একজন গুজরাটী হিন্দু এবং সাধারণ সম্পাদক নিজেই বলেছেন, তিনি হিন্দুও নন মুসলমানও নন। পক্ষান্তরে তার প্যারালাল বিরোধি দলের নেতার স্ত্রী বাংলাদেশী এবং মুসলমান।
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন