শাসকদের প্রতি শাহ ওয়ালী উল্লাহ দেহলভীর উপদেশ
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০৭ জুন, ২০১৩, ১০:৩৮:০৭ রাত
বর্তমান যুগে আদর্শ শাসক, সুশাসক, ভাল শাসক পাওয়া যাবে বলে মনে হয় না। মুসলিম বিশ্বের অধিকাংশ শাসক জনগণের কাছে ঘৃণিত, নিন্দিত। অস্ত্র, শক্তি আর পেটোয়া বাহিনীর মাধ্যমে তারা দেশ শাসন করছে। আমাদের দেশের বর্তমান শাসককুল এর ব্যতিক্রম নয়। তারা জনগণের অধিকার আদায়ের আন্দোলন, দাবী আদায়ের আন্দোলন গুলি, গুম খুন আর গণহত্যা চালিয়ে স্তব্দ করে দিতে চাচ্ছে। এ ধরণের শাসকদের ব্যাপারে রাসূলে কারীম সাঃ বরেছেন তোমদের মধ্যে ঘৃণিত শাসক হচ্ছে তারা যার অধীনস্তরা তার হাত থেকে পরিত্রাণ চায় এবং তার জন্য বদ দোয়া করে। আমাদের দেশের জনগণ এখন কি বলছে? তারা ও তো বর্তমান শাসকদের হাত থেকে নিস্কৃতি চাচ্ছে। এ ধরণের শাসকদের প্রতি শাহ ওয়ালি উল্লাহ দেহলভী বলেছেন '' তোমরা আরাম আয়েশে লিপ্ত হয়ে সাধারণ মানুষকে পরস্পর সংঘাতে লিপ্ত হবার সূযোগ করে দিচ্ছ। প্রকাশ্যে শরাব পান চলছে অথচ তোমরা বাধা দিচ্ছ না। প্রকাশ্যে ব্যভিচার, জুয়া ও শরাবের আড্ডা বসছে অথচ তোমরা বাধা দিচ্ছ না। এ বিরাট দেশে কাউকেই শরীয়ত অনুযায়ী বিচার করা হচ্ছে না। তেমারা যাকে দুর্বল মনে করো তাকে খেয়ে ফেলো। যাকে শক্তিশালি মনে করো তাকে ছেরে দাও। ............... একবার আল্লাহকে ভয় করো।
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন