সুন্দরভাবে বাঁচতে চাই
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০৬ জুন, ২০১৩, ১১:৩৫:১৭ রাত
সুন্দরভাবে বাচার জন্য আজ প্রতিযোগিতা চলছে। গোটা দুনিয়া আজ সুন্দরের পুজারী। দার্শনিক জন ম্যাকি বলেছেন '' সুন্দরভাবে বেচে থাকা একটা আর্ট- যার জন্য সাধনার প্রয়োজন হয়'' আমি সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। জীবনের প্রতিটি পরতে পরতে সত্য সুন্দরের চাষাবাদ করে জীবনকে সুন্দরের আলোয় ভরে তুলতে চাই। কিন্তু যখনই সুন্দরের পথে চলতে চাই তখনই অসত্য, অসুন্দর এসে পথ রোধ করে দাড়ায়। অথচ স্রস্টা আমাকে পাটিয়েছেন সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। দুনিয়ার জীবনটা যদিও ক্ষণিকের কিন্তু এ জীবন সুন্দর করতে না পারলে পরবর্তী জীবন বা মহা জীবন সুন্দর করা যাবে না। এই জীবনটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আগামী অনাগত জীবনের জন্য প্রয়োজনীয় ফসল মজুদ করতে হবে। সুন্দরভাবে বেচে থাকা মানে আনন্দ, ঐশর্য্য নয়। সম্পদের পাহাড় গড়া নয়। স্রোতের গড্ডালিকা প্রবাহে গা ভাষিয়ে দেয়া নয়। প্রকৃত যে জীবন সে জীবনের জন্য পাথেয় সংগ্রহ করা। সুন্দরভাবে বাঁচতে হলে অনেক সময় এমন আসবে যখন কন্টকাকীর্ণ পথ মাড়াতে হবে। কন্টক আর দুঃখকে মনে করতে হবে অতি সাধারণ স্বাভাবিক বিষয়। শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন '' স্বেচ্ছায় নেওয়া দুঃখকে ঐশর্যের মতো ভোগ করা যায়'' তাই আমি দুঃখকে বরণ করতে চাই জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে। কেউ ভাবে জীবন একটাই। অতএব খাও দাও ফুর্তি করো। মৃত্যু মানে সব শেষ। জীবন সম্পর্কে আল মাহমুদ লিখেছেন '' মৃত্যু মানে জীবনের শেষ নয়, মৃত্যু মানে মহা জীবনের শুরু'' অতএব সে মহাজীবনের জন্য বেচে থাকা সে মহা জীবনের জন্য সঞ্চয় করা। সে সঞ্চয়ের পথে দুঃখ কস্টকে বরণ করে নেয় মানেই সুন্দরভাবে বেঁচে থাকা। স্রস্টা যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা। তবেই তো জীবনকে সুন্দর বলা যায়। ডেল কর্ণেগী বলেছেন '' জীবনে পাওয়ার হিসেব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না'' আমি আজ স্রস্টার প্রশংসা এভাবেই করতে চাই, হে প্রভূ দয়াময় তুমি আমায় শারিরিক সব সামর্থ দিয়েছো, সামাজিক মর্যাদা দিয়েছো, জীবন পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান দিয়োছো। সত্য সুন্দরের পথে চলার তাওফিক দিয়েছো। তোমার এ নিয়ামত ভোগ করে সুন্দরভাবে বাঁচতে চাই।
বিষয়: বিবিধ
১২৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন