অবশেষে ‘খসড়া পর্যায়ে’ রায় ফাঁস হবার কথা স্বীকার করল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার
লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ০২ অক্টোবর, ২০১৩, ০২:১৬:৫৪ দুপুর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রায় আগে থেকে ফাঁসের ঘটনায় শাহবাগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ জিডির করার কথা জানান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ।
তিনি রায় ফাঁসের কথা স্বীকার করে বলেন, ‘চূড়ান্ত রায় ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তবে ট্রাইব্যুনাল থেকে রায়ের খসড়া পর্যায়ের কপি ফাঁস হয়েছে বলে আমরা ধারণা করছি।’
নাসির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় ট্রাইব্যুনাল শাহবাগ থানায় বুধবার একটি জিডি করেছে (নং ৮৫)। তদন্তের মাধ্যমে মূল ঘটনার বের করা হবে।’
খসড়া পর্যায়ের রায় ফাঁসে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই রেজিস্ট্রার।
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন