এখন কি চলছে বঙ্গভবনে(যুবক সালাউদ্দিন কাদের আর বঙ্গকন্যার যৌবনকাল)- বঙ্গভবন থেকে
লিখেছেন লিখেছেন খামচি বাবা ০২ অক্টোবর, ২০১৩, ০২:৩৮:৪১ দুপুর
না না কিছুতেই এ হতে পারেনা!
আমি এ হতে দিব না অশ্রু শিক্ত নয়নে বার বার একি কথা বলছেন শেখ হাসিনা
বাসায় কাজের বুয়া চা দিতে এসে দেখল শেখাচিনা বার বার চোখ মুচছেন আর ফুপিয়ে ফুপিয়ে বালিশ ধরে কাদছেন।
ঘটনা কিছুই বুঝলনা বুয়া।তবু সাহস করে বলে ফেলল 'আমরা চাকর বাকর মানুষ আপনাগো বড় লোকদের ব্যাপার স্যাপার জানতে চাওয়া ঠিক না।
তারপরও যদি কইতেন কি দুঃখ আপনের মনে কেনো এমনে একাকি শুয়া শুয়া কান্দেন।আমি তো আপনের কষ্ট সয্য করতাম পারতাছিনা'
শেখাচিনা ঃ শুনবি?
বুয়া ঃ প্লিজ বলেন আফা!
শেখাচিনা ঃ তাহলে শোন,
আমি যখন ভারসিটিতে পড়তাম তখন থেকে একটি ছেলেকে খুব ভালবাসতাম।ছেলেটি দেখতে শুনতে ছিল দারুণ হ্যান্ডসাম
ছেলেটির বাবা আমার বাবার উকিল হয়েছিল।সেই সুযোগে ছেলেটির সাথে আমার পরিচয়
জীবনে প্রথম কোনো ছেলেকে মনে প্রাণে ভালবাসলাম।তাকে না দেখে আমি একদিনও থাকতে পারতাম না।
কিন্তু আমি কিছুতেই ছেলেটিকে মনের কথা বুঝাতে পারছিলাম না।ছেলেটি আমাকে একেবারেই পাত্তা দিত না।বার বার এড়িয়ে চলত।
অবশেষে একদিন ভয়ে ভয়ে ছেলেটিকে বলেই ফেললাম আমি তোমাকে ভালবাসি
জবাবে ছেলেটি আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না
বুয়া ঃ আচ্ছা কি বলছিল পুলাডা?
শেখাচিনা ঃ শুনবি? কাউকে বলবিনা কেমন?
বুয়া ঃ আইচ্ছা কমুনা কন আফা
শেখাচিনা ঃ বলেছিল এরকম কালা পেত্নি মার্কা সুরত নিয়া প্রেমের অফার দেন আমারে লজ্জা করেনা
আচ্ছা বুয়া তুই বল কালারা কি মানুষ না?
বুয়া ঃ আসলে ঐ বেডার ভালবাসার দিল নাই তাই আপনারে এইসব বলছে।তারপর কি হইল?
শেখাচিনা ঃ তারপর আমিও পণ করলাম যেমনেই হোক আমি ওকেই বিয়ে করব।
আমার বাবাকে দিয়ে ওর বাবার কাছে প্রস্তাব পাঠালাম।ওর বাবা তো শুনা মাত্রই রাজি হয়ে গেল কিন্তু ঐ বজ্জাতটা যখন শুনল পাত্রী শেখের বেটি কিছুতেই রাজি হইল না
আমিও পণ করে বসলাম এর প্রতিশোধ একদিন যেভাবেই হোক নিব।
এবার ক্ষমতায় এসেই ওরে যুদ্ধপরাধির মামলায় ফাসিয়েছি।আজ ওর ফাসির রাই হয়েছে।
(বলতেই কেদে উঠল শেখাচিনা)
বুয়া ঃ আইচ্ছা আপনে কি সাকা চৌধুরীর কথা বলতেছেন?
এই বেডার প্রেমে পড়ছিলেন আপনে?
এই দেখতে সুন্দর হইলে কি হইব খুব বজ্জাত।টিভিতে দেখছি খুব ইনায় বিনায় কথা কয়
তো আজ তো আপনের খুশির দিন।অনেক বছর পর আজ প্রতিশোধ নিছেন।কাদেন কেন?
শেখাচিনা ঃ কাদি যে কেনো তোকে বলে বুঝাতে পারব না বুয়া।তুই তো কোনো দিন কারো প্রেমে পড়িস নি তাই বুঝবিনা।বুঝতি যদি কারো প্রেমে পড়তি
সাকা আমার জীবন সাকা আমার প্রাণ।ওয়াজেদেরসাথে বিয়ে হওয়ার পরও আমি সাকাকে এক মুহুর্তের জন্য ভুলতে পারিনি।কত রাত নির্ঘুম কেটেছে সাকার জন্য হিসেব করলে শেষ হবেনা
হইত প্রতিশোধ নিতে পেরেছি কিন্তু আমার জার্নের জান পরানের পরান এর ফাসি আমি কিছুতেই মেনে নিতে পারছিনা।আমার বুকটা ফেটে যাচ্ছে ওর কথা মনে হলেই।সাকা সাকা সাকা তুমি কই
বুয়া ঃ থামেন থামেন আফা আপনার কন্দন আমি কিছুতেই সইতে পারছিনা।আপনার যদি খুবি কষ্ট হয় ওরে ছাইড়া দেয়ার ব্যাবস্থা করেনা
শেখাচিনা ঃ অকে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইতাম যদি ও সেদিন আমারে বিয়ে করত।আজও ওকে ছেড়ে দেয়ার ব্যাবস্থা করতে পারি যদি শুধু একবার বলে হাসিনা আমি তোমাকে ভালবাসি
বুয়া ঃ জেলে যাইয়াই দেখেন না বলে কিনা
শেখাচিনা ঃ কিন্তু লোকে কি বলবে
বুয়া ঃ আরে লোক যা বলে বলুক।লোক লজ্জার ভয়ে তো আর আপনার জানের জানরে ফাসিতে ঝুলতে দিতে পারেন না
শেখাচিনা ঃ ঠিক আছে।আমি যাব।আমি যাব আমার সাকাকে বাচাতে
তুই কিন্তু আমার সাথে যাবি
বুয়াঃ আইচ্ছা যামুনে
দ্বিতীয় দৃশ্য ||
মিষ্টার সাকা মাননীয় প্রধানমুন্ত্রী আপনার সাথে দেখা করতে এসেছেন।
সাকা ঃ আবার কি চাই সে? তাকে গিয়ে বলুন সাকা কথা বলবেনা
বুয়া ঃ আপনে আগায়া যান আফা আমি আছি
হঠাত মৃদু স্বর ভেসে আসল সাকার কানে কেমন আছো সাকা (সাকা বুঝতে পারল এটা আর কেউ না হাছিনা )
-ফাসি দিছেন সমাকামি বানাইছেন বুঝেন ই তো কেমন আচ্ছি।আমার কাছে কি দরকার এত রাতে?
- সাকা আমি তোমাকে ফাসি থেকে মুক্ত করে দিব তুমি শুধু একবার বল হাসু আমি তোমাকে ভালবাসি
- বুড়া বয়সে আপনার ভীমরতি দেখে আমি আবার চো''না হয়ে গেলাম!
-ভেবে দেখ সাকা।জীবন মরনের প্রশ্ন
-সাকা চৌধুরি আপনার যৌবন বয়সে আপনারে ভালবাসে নাই তিন ছাওয়ালের মা হওয়ার পর ভালবাসবে।মাথা স্ক্রু দিয়া টাইট দেন গিয়া
-ঠিকাছে আমি চলে যাচ্ছি।দুনিয়াতে তোমাকে যখন আর পেলাম না পরকালে পাওয়ার আশায় থাকলাম বিদায়!!!!!
collected from সোহাগ আহমেদ's status facebook
বিষয়: বিবিধ
২৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন