প্রিয় জামাত ইসলামী, আমার কিছু ব্যক্তিগত সমালোচনা।

লিখেছেন লিখেছেন আকরাম রানা ১৩ অক্টোবর, ২০১৪, ১১:১৬:২০ সকাল

আপনাদের যেটা ইসলাম বিরোধী কাজ সেটা আপনারা "হিকমত" হিসাবে চালান,

নারী নেতৃত্ব হারাম এটা মানতে আপনাদের এত কষ্ট কেন সেটা আমার বুঝে আসেনা,

কিছু জিজ্ঞাস করলেই আপনারা "হুদাইবিয়ার সন্ধি" টেনে নিয়ে আসেন,

এই "হুদাইবিয়ার সন্ধি" এই যুক্তি দিয়ে আর কতদিন চলবেন,

আপনাদের ব্যাংকতো সুদ দেই সেটাও আপনাদের "হিকমত" তাই না,

ইসলাম বিরোধী কাজ করে এই রকম খোঁড়া যুক্তি দিয়ে , সেই জিনিসকে হালাল করে নেয়ার কোন মানে নাই , আপনারা যেটা পারেননা সোজা সাপটা বলে দিলেই হয়, আমরা পারতেছিনা,

আরেকটু হিকমত খাটাতেন , নির্বাচন করতেন , তাইলে তোঁ আর কাদের মোল্লাকে ফাঁসিতে জুলতে হতনা, আসল কথা হচ্চে আপনারা হক বাতিল মিস্ত্রিত করে ফেলছেন , না পারতেছেন এটা হজম করতে না পারতেছেন এটা বমি করতে,

হজরত বেলাল রাঃ যদি "হিকমত" ব্যাবহার করতেন , হইত উনাকে মুরুভুমির উত্তপ্ত বালিতে সুয়ে থাকতে হত না, "হিকমত" ব্যাবহার করলে সুমাইয়া রাঃ কে আবু জেহেল শহীদ করত না,

"হিকমত" ব্যাবহার করলে রাসুল সাঃ এর সাহাবাদের এত কষ্ট করতে হত না।

ইসলাম কায়েম এর জন্য বি এনপি বা আ'ল এর কান্দে ভর দিয়ে চলতে হবে এমনতো কোন কথা নাই, আপনারা ৯৬তে যে ভয়ে আ'ল এর সাথে ছিলেন , সেটা আ'ল ২০১৪ করে দেখাচ্চে,

আপনাদের , না এখন আ'ল ছারবে, না ছারবে বি এনপি , আপনাদের এই ২ নৌকার চলার পরিনাম আরো ভোগ করতে হতে পারে,

আল্লাহর সাহায্য এত সহজ জিনিষ না , নিজেরা কতটুকু ইসলাম এর উপর আছেন এটা বড় ব্যাপার।

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273845
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩২
প্রেসিডেন্ট লিখেছেন : ইসলামী ব্যাংক সুদ দেয়/নেয়- এ বিষয়টি আপনি কোথায় পেলেন। সুদ আর লাভ/ক্ষতির পার্থক্য বুঝেন আপনি? ব্যাংকিং/ইসলামী ব্যাংকিং সম্পর্কে পড়াশুনা করেছেন? না কি অন্যের কাছে শুনা কথা বর্ণনা করেছেন।
সুদের বিরুদ্ধে পবিত্র কুরআনে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কুরআনের স্পষ্ট ঘোষণা-‍‌"নিশ্চয়ই আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন।"
ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াত কোটি কোটি মানুষকে সুদের মত ভয়ঙ্কর হারাম হতে মুক্তি দিয়েছে। আপনারা এমন কিছু করে দেখাতে পেরেছেন?
সমালোচনা ছাড়া আর কি পারেন অাপনারা?
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১০
217809
কাহাফ লিখেছেন :
ধন্যবাদ ব্লগার প্রেসিডেন্ট.....
কিন্তু ইংরেজী বুঝি না যে!
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩২
217815
প্রেসিডেন্ট লিখেছেন : সময় থাকলে ভাই তরজমা করে দিতাম। সংক্ষেপে বলি। ইসলামী ব্যাংক যেসব পদ্ধতিতে লেনদেন করে-মুদারাবা, মুরাবাহা, মুশারাকা, ভাড়া ক্রয় পদ্ধতি, বিনিয়োগ পদ্ধতিসহ আরো কিছু পদ্ধতি। এগুলি একটিও সুদের সাথে সম্পর্কিত নয়। এছাড়া প্রচলিত ব্যাংক জরুরী ভিত্তিতে যে উচ্চসুদে কলমানি নেয় অন্য ব্যাংক হতে ইসলামী ব্যাংক সেটি ম্যানেজ করে অন্য প্রক্রিয়ায়। কিছু ব্যাংকের নির্দিষ্ট কিছু ব্রাঞ্চে ইসলামী ব্যাংক কিছু টাকা আগেই রেখে দেয় যেন জরুরী ভিত্তিতে বিনা সুদে সেখান হতে টাকা নিতে পারে। এছাড়া বাংলাদেশ ব্যাংক এ ইসলামী ব্যাংক যে টাকা নিরাপত্তা জামানত হিসেবে রাখে তার উপর কোনো লাভ নেয় না।
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৭
217863
আকরাম রানা লিখেছেন : ইসলামের ব্যবসার মূলনীতি কি কি আগে শিখে আসলে ভাল হবে, সাইয়েদ আবুল আলা মউদুদির একটা বই আছে ,জাস্ট ওইটাই পইরেন, আর ডঃ জাকির নায়েক এর একটা লেকচার আছে , ওটা দেখার অনুরধ রইল ,এরপর ইসলামী ব্যাংক এর কাজের সাথে ওগুলা মিলয়ে নিবেন আপনার উত্তর পাবেন,আর আমার পোস্ট শুধু ইসলামী ব্যাংক নিয়ে না , বাকি উত্তর গুলা দিয়ে গেলে খুশি হব

না জানা অপরাধ না , না জেনে তর্ক করা অপরাধ
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
217954
ইসলামী দুনিয়া লিখেছেন : সাগরে ভাটা পড়লে খালে জোয়ার আনা যায় না। তাই সুন্নতি পন্থায় ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এসব করে কোন লাভ নাই। ধন্যবাদ।
273848
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪১
কাহাফ লিখেছেন :
শ্রদ্ধেয় আকরাম রানা.......
জামাত-শিবির নিয়ে বিতর্ক শুরু থেকেই,এদের বিরুধীদের স্বীয় স্বার্থের প্রয়োজনেই এমন টা করা হয়েছে/হচ্ছে তা স্পষ্ট আজ।
'হিকমত' শব্দের আড়ালে জামাতের কর্মকান্ড নাহয় ভূল প্রমানিত করলেন- কিন্তু আপনারা কী কাজ টা করে ফেলেছেন তাও তুলে ধরেন।
ইসলামী ব্যাংকে সূদী কারবার তো সূদহীন ব্যাংকিং চালু করে দেখান কেন!

অনেক রাজনৈতিক দল গুলো ছাড়াও 'ক্বাওমী'রা জামাতের বিরুধী।
ক্বাওমীদের ধারাটাই তো চলে 'হিকমত'এর উপর, আমি জানি তা।
হযরত বেলাল রাঃ-হযরত সুমাইয়া রাঃ দের উপমা নিজেরা কতটুকু মেনে চলি তা আগে ভাবুন।
'হিকমত আর তাবিল' না করলে তো ক্বাওমী ধারাটাই বন্ধ হয়ে যাবে।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৮
217801
প্রেসিডেন্ট লিখেছেন : সুদের সাথে ইসলামী ব্যাংকের দূরত্ব সুস্পষ্ট। সঠিক ধারণার জন্য উপরের দুটি ইংরেজী আর্টিকেল পড়ুন।
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৫
217816
প্রেসিডেন্ট লিখেছেন : সময় থাকলে ভাই তরজমা করে দিতাম। সংক্ষেপে বলি। ইসলামী ব্যাংক যেসব পদ্ধতিতে লেনদেন করে-মুদারাবা, মুরাবাহা, মুশারাকা, ভাড়া ক্রয় পদ্ধতি, বিনিয়োগ পদ্ধতিসহ আরো কিছু পদ্ধতি। এগুলি একটিও সুদের সাথে সম্পর্কিত নয়। এছাড়া প্রচলিত ব্যাংক জরুরী ভিত্তিতে যে উচ্চসুদে কলমানি নেয় অন্য ব্যাংক হতে ইসলামী ব্যাংক সেটি ম্যানেজ করে অন্য প্রক্রিয়ায়। কিছু ব্যাংকের নির্দিষ্ট কিছু ব্রাঞ্চে ইসলামী ব্যাংক কিছু টাকা আগেই রেখে দেয় যেন জরুরী ভিত্তিতে বিনা সুদে সেখান হতে টাকা নিতে পারে। এছাড়া বাংলাদেশ ব্যাংক এ ইসলামী ব্যাংক যে টাকা নিরাপত্তা জামানত হিসেবে রাখে তার উপর কোনো লাভ নেয় না।
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০০
217866
আকরাম রানা লিখেছেন : ইসলামের ব্যবসার মূলনীতি কি কি আগে শিখে আসলে ভাল হবে, সাইয়েদ আবুল আলা মউদুদির একটা বই আছে ,জাস্ট ওইটাই পইরেন, আর ডঃ জাকির নায়েক এর একটা লেকচার আছে , ওটা দেখার অনুরধ রইল ,এরপর ইসলামী ব্যাংক এর কাজের সাথে ওগুলা মিলয়ে নিবেন আপনার উত্তর পাবেন,আর আমার পোস্ট শুধু ইসলামী ব্যাংক নিয়ে না , বাকি উত্তর গুলা দিয়ে গেলে খুশি হব

না জানা অপরাধ না , না জেনে তর্ক করা অপরাধ
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০২
217870
প্রেসিডেন্ট লিখেছেন : জি, সে অপরাধটা আপনিই করেছেন। না জেনে তর্ক করেছেন।
১৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:২১
218095
ইসলামী দুনিয়া লিখেছেন : সুদখোর-যেনাকারী-ধর্মবিদ্বেষী এসব লোকদের টাকায় মাদ্রাসা চালানো অবশ্য ই 'হিকমত না। যারা এটা করে ভালৈা করে করে না। ইসলাম ইসলামীইই, ইসলাম কারো ধার দেনায় বিস্বাশী না। আপনি/আমি মনগড়া হিকমা নিয়ে কাজ করলে ইসলামের কোন ক্ষতি হবে না, ক্ষতি হবে নিজের । তবে শুধু দেখতে হবে আমি নিজে কতটা ইসলাম পালন করছি। ধন্যবাদ।
273911
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০০
আকরাম রানা লিখেছেন : অনেক বড় ইংলিশ কমেন্ট , তাই রিমুভ করে দেইলাম,যা লিখার বাংলাএ লিখেন
১৪ অক্টোবর ২০১৪ সকাল ১১:১২
218105
প্রেসিডেন্ট লিখেছেন : ঐ কমেন্টে আপনার প্রশ্নগুলির সঠিক ও যুক্তিগ্রাহ্য জবাব ছিল। নিজের মতের বিপক্ষে বলে কমেন্ট মুছে দিয়ে সংকীর্ণতার পরিচয় দিলেন।
273913
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৮
ইবনে আহমাদ লিখেছেন : জেনে শুনে বুঝে লিখুন। আপনার সাথে আছি।
তবে যদি নাম কামাতে চান তাহলে এভাবে লিখুন। দেখবেন একদিন আপনাকে নিয়ে মিডিয়াতে কাড়াকাড়ি চলছে।
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৫
217893
প্রেসিডেন্ট লিখেছেন : রাইট। যে কোনো মূল্যে জামায়াত বিরোধিতা সেলিব্রেটি হওয়ার সহজ তরিকা।Angel
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
217955
ইসলামী দুনিয়া লিখেছেন : আসলে নাম কামানোর বিষয় না।হিকমা করতে বলেছেন, তাই বলে দাড়ি কেটে ইসলামের দাওয়াত দেয়া হিকমা না।
১৪ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৭
218043
কাহাফ লিখেছেন :
সুদখোর-যেনাকারী-ধর্মবিদ্বেষী এসব লোকদের টাকায় মাদ্রাসা চালানো অবশ্য ই 'হিকমত', তাই না........!!!*-Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File