সময়ের একজন বলিষ্ঠ কন্ঠস্বর হারালাম আমরা

লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ১৩ অক্টোবর, ২০১৪, ১১:৪৭:০০ সকাল

হাদিস শরিফে এসেছে, সর্বোত্তম জিহাদ হচ্ছে- অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা'।

এই সর্বোত্তম জিহাদ চালাতে গিয়ে মাহমুদুর রহমান মাসের পর মাস জেল খাটছেন। মাহমুদুর রহমানের অবর্তমানে যারা বলিষ্ঠ কন্ঠে আওয়ামী সরকারের অপকীর্তির কথা অকপটে বলে যেতেন তাদের মধ্যে ড. পিয়াস করিম ছিলেন অন্যতম। তিনিও চলে গেলেন আজ। ইন্না লিল্লাহি........

মাহমুদুর রহমান জেলে

বলিষ্ঠ সাংবাদিক আতাউস সামাদ চলে গেলেন

ড. মোহাম্মদ মাহবুব উল্লাহও চলে গেলেন

দেশ যখন চরম ক্রান্তিকাল পার করছে তখন একে একে এইসব তারকারা হারিয়ে যাচ্ছে আমাদের এতিম করে.......

হে আল্লাহ আমরা দূর্বল। আমাদেরকে আর পরীক্ষায় ফেল না।

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273854
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪১
নিরবে লিখেছেন : মামা, পড়ে ভাল লাগলো। উপস্থাপনা সুন্দর।
273870
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৬
ইবনে আহমাদ লিখেছেন : একমত আপনার সাথে। সাদকে সাদা আর কালোকে কালো বলার লোক আমাদের সমাজে কমে যাচ্ছে। তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
273873
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৪
ফেরারী মন লিখেছেন : Sad Sad Praying Praying তার রুহের মাগফিরাত কামনা করি।
273907
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : ফেরারী মন লিখেছেন : Sad Sad Praying Praying তার রুহের মাগফিরাত কামনা করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File