#ধর্ষণাবলি#
লিখেছেন লিখেছেন মুহাম্মাদ আব্দুর রকিব ২১ জুন, ২০১৩, ০৯:৪০:২৪ রাত
সকালে নাস্তা করার পরে চায়ে চুমুক দেই। তারপর ছুটে যাই হলের পত্রিকা রুমে।
পত্রিকা পড়া একটা নেশার মত। পাঁচ- ছয়টা পত্রিকা না পড়লে ভালই লাগেনা। যতই থাকুক ক্লাস এক্সাম আর ক্লাসের সময়ের ক্রান্তি সীমা।
প্রতিদিন পেপার-পত্রিকাগুলোর কিছু রুটিন ওয়ার্ক আছে। যেমনঃ-
#অমুক যায়গায় ধর্ষণ।
#ধর্ষণের পর হত্যা-আত্বহত্যা।
#অমুকের মৃত দেহ উদ্ধার। প্রকাশ্যে গুলি করে হত্যা। ইত্যাদি...ইত্যাদি...
আমরা এসব নিয়মিত পড়ছি। আমার প্রথম প্রথম খুবই খারাপ লাগত।ইমোশনাল হয়ে পড়তাম।
কিন্তু ইদানিং আজব হয়ে লক্ষ করছি এই সব আমার কাছে কোন প্রতিক্রিয়াই ফেলছেনা। ভাবি যাক আমার কেউ তো আর ধর্ষিত হয় নাই! হইলে নাহয় দুঃখ পাওয়ার ছিল।
কেউ খুন হলে ভাবি যাক আমিতো আর খুন হই নাই!!
কারও উপর জুলুম হতে দেখলে ভাবি যাক আমি তো বেঁচে আছি!!!
এই হল আমার অবস্থা! আমি বুঝতে পারছি কেন আমার এই দুরাবস্থা।
কেনানা প্রতিটা ধর্ষণের খবরে আমার নিশ্চুপ থাকা আমার বিবেককেও ধর্ষিত করেছে।
কেনানা প্রতিটা হত্যার বরে আমার নিশ্চুপ থাকা আমার বিবেককেও হত্যা করেছে।।
কেনানা প্রতিটা জুলুমের খবরে আমার নিশ্চুপ থাকা আমার বিবেককেও জুলুম করেছে।।।
যেন শুধু আমার দেহটাই বেঁচে আছে। আমার আত্মা-বিবেক-মন সব গুলোকে জুলুম করা হয়েছে,ধর্ষণ করা হয়েছে,হত্যা করা হয়েছে।
আমার জন্য-আমার দেশবাসীর জন্য দোয়া করবেন যেন আমরা কিছু করতে পারি।পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারি।
বিষয়: বিবিধ
১৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন