***[[[ওহে পথিক একটু দাঁড়াও]]]***

লিখেছেন লিখেছেন মুহাম্মাদ আব্দুর রকিব ২০ জুন, ২০১৩, ০১:০২:১২ রাত

সূর্য পূর্বে উঠছে, পশ্চিমে অস্ত যাচ্ছে।

দিন শেষে রাত আসছে।

সপ্তাহান্তে মাস,মাস শেষে বছর-যুগ-যুগান্তর।

কত মা তার বাচ্চা প্রসব করছে! আবার কত মার প্রসবের আগেই বাচ্চা মারা যাচ্ছে!আবার বাচ্চা বেঁচে থাকলেও মা মারা যাচ্ছে!

কত বাবা তার সন্তানের লাশ নিজ হাতে দাফন করল!আর সন্তান করছে বাবার!

শৈশব-কৈশর-যৌবন কোন কালকেই মৃত্যু রেহাই দেয়নি।

ঘড়ির কাটা ঠিকই টিক টিক করছে।পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে।

পৃথিবীতে যেমন মানুষ জন্ম নিচ্ছে তেমনি চলেও যাচ্ছে।

কিন্ত জীবন একটাই!!!

ওহে পথিক একটু দাঁড়াও।

একটু ভাব।

চিন্তা কর তোমার রব কেন তোমাকে কেন এই দুনিয়ায় প্রেরণ করেছেন।

কি করার ছিল আর কি করছ।

[[[পথিক একটু দাঁড়াও]]]

বিষয়: বিবিধ

১৩৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File