সেই পলাশী

লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ২৩ জুন, ২০১৩, ১০:৫৪:১৯ সকাল

সেই পলাশী আজো আছে

সব হারানো পর্ব নাই।

স্বাধীনতার সূর্য আছে

রোদ ছড়ানো গর্ব নাই।

সেই ঘসেটি আজো আছে

মীর জাফরের অভাব নাই

শত শত সিরাজ আছে

সেই সিরাজী স্বভাব নাই।

জগৎ শেঠের বংশ আছে

ঘাতক দালাল ধ্বংস নাই

গঙ্গা আছে পদ্মা আছে

আমার তাতে অংশ নাই।

হাত বদলের দ্বন্দ্ব আছে

মুক্ত মনের ছন্দ নাই

রক্ত ত্যাগের গল্প আছে

স্বাধীনতার গন্ধ নাই।

বিষয়: বিবিধ

১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File