রেশমা ও প্রথম আলু
লিখেছেন লিখেছেন মিলন মো রাকিব ২৩ জুন, ২০১৩, ১১:১৩:৪৯ সকাল
রেশমা নাটকটা ভালই জমেছে।
কয়েকদিন আগে রহস্যকন্যা রেশমা তার গ্রামের বাড়িতে গিয়েছিল। তার আগমনে ঘুম হারাম হয়ে গিয়েছিল স্থানীয় প্রশাসনের। ইউএনও থেকে শুরু করে থানার ওসি সাহেবও পাহাড়া দিয়ে রাখে রেশমাকে। কারণ একটাই সে যেন মিডিয়ার সাথে কথা বলতে না পারে। তাদের চেষ্টাও সফল হলো। কোন মিডিয়াই রেশমার সাথে কথা বলার সুযোগ পেল না; দূর থেকে শুধু ছবি নিল।
সেদিনই তাকে আবার ঢাকায় ফেরত নিয়ে আসা হয়। যদিও সে আরোও কিছুদিন তার বাড়িতে থাকতে চেয়েছিল। কিন্তু প্রশাসনের বাড়াবাড়িতে ফেরার সময় কেঁদে ফেলেন রেশমা। সব মিডিয়া এই কথাই বলেছে। সত্য মিথ্যা জানি না।
অথচ আজ প্রথম আলু রেশমাকে নিয়ে রিপোর্ট করেছে। রেশমা নাকি গতকাল তাদের প্রতিনিধির সাথে কথা বলেছে তার বোনের বাড়িতে। খুব কাছ থেকে তার একটা ছবিও নিয়েছে তারা। রেশমা তাদের কাছে অনুভুতি ব্যক্ত করেছে। বাড়িতে রেশমার প্রিয় খাবারের আয়োজনও নাকি চলছে।
আমার প্রশ্ন হলো: রেশমা আসলেই এখন কোথায়? ঢাকায় নাকি তার বাড়িতে। যদি বাড়িতেই থাকে; যেখানে বাংলাদেশের কোন মিডিয়া তার সাথে কথ বলতে পারল না, সেখানে প্রথম আলু কিভাবে পারল? নাকি রেশমা নাটকের মত তাদের এই রিপোর্টও ফেক?
প্রথম আলুর রিপোর্টটা দেখেন.......
বিষয়: বিবিধ
১৭২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন