লেখাটা পুলিশদের জন্য তবে সকলের জন্যই রয়েছে শিক্ষা
লিখেছেন লিখেছেন মিলন মো রাকিব ২১ নভেম্বর, ২০১৪, ০১:০১:০১ রাত
আমি জানি আমার ফেবু ফেন্ড লিস্টে বেশ কয়েকজন পুলিশ সদস্য আছে। এই লেখাটা তাদের জন্য হলেও সকলের জন্যই রয়েছে শিক্ষা।
আজ শাবিপ্রবিতে কি ঘটেছে তা পুরো দেশবাসী জানে। আপনারও অবগত.........
আজ পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে যে কয়েকজন পুলিশ ভাই আহত হয়েছেন তাদের জন্য আমি ব্যথিত।
তবে অবাক করা বিষয় হলো বিশৃংখলা করার জন্য যাদের আজ লকাপে ভড়ানোর কথা তাড়াই আজ আপনাদের লকাপ বন্দি করেছে। জানা গেছে, সংঘর্ষের সময় ছাত্রলীগের হাতে আটক ছিলেন পুলিশ সদস্যরা। ৬ পুলিশ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের হলের রুমে তালা দিয়ে রেখেছিল ছাত্রলীগ নেতাকর্মীরা।
আর আহত পুলিশ ভাইয়ের ছবিও আপনারা টিভিতে দেখেছেন নিশ্চই। বুকের মধ্যে কোন অনুভূতি হয়েছে কি? নাকি সব সয়ে গেছে?
এবার বিবেককে প্রশ্ন করেন।
যে ঘটনা আজ সরকারের মদদপুষ্ট ছাত্রলীগ আপনাদের সাথে ঘটিয়েছে তা যদি বিরোধী দলের কোন ছাত্রসংগঠন করতো তাইলে আপনারা কি করতেন?
....স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে আপনাদের দাড়াই দেশে চিরুনী চালানো হতো।
.....দুই এক জনকে ধরে পিটিয়ে পাছার ছালও তুলে ফেলতেন ইতোমধ্যে।
.....মামলায় করতেন নামে বেনামে হালি খানিক।
কিন্তু মজার ব্যাপারে আজকের ঘটনায় তার কিছুই আপনারা করবেন না। কারণ মন্ত্রনালয় থেকে অডার নাই।
একরার নিজেরা উদ্যোগ নিয়ে কিছু করেন না। সব সময় উপরের দিকে তাকিয়ে থাকবেন কেন?
দেশে কি আজ কোন পুলিশ অফিসার নাই যে আজকের ঘটনায় নিজ থেকেই তার শপথের আলোকে কিছু একটা করে দেখাবে।
আমি গ্যারান্টি দিচ্ছি; এই কাজ করলে সরকারও একটি মহল আপনাকে জাতীয় বেইমান প্রমান করে ছাড়বে কিন্তু দেশের মানুষের কাছে আপনি হবেন জাতীয় বীর।
আল্লাহ আপনাদের হেদায়েত করুক। বোঝার ক্ষমতা দিক।
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
পুলিশের কি করার আছে ? সব পুলিশই তো ছাত্রলীগ থেকে রিক্রুটেড !
এখন যখন প্রতিদ্বন্দ্বী মাঠে নেই তখন নিজেদের মধ্যেই কামড়াকামড়ি শুরু করে এরা মরতে শুরু করবে।
মন্তব্য করতে লগইন করুন