ফাদার অব এ নেশন
লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ০৮ জুন, ২০১৩, ০৫:২১:০৭ বিকাল
দাদার বানানো ফাদার পেয়েছি
মাদার হয়েছে খুশি
গাধার মতন কাদাই ঘেঁটেছি
কপালে জুটেছে ঘুঁষি ।
আদার কিছু ভাবতে পারিনি
ফাদার খেয়েছে লুটে
মাদার হয়েছে ঘুঁটে কুড়ানী
আমি হয়ে গেছি মুটে।
দাদার ফান্দে ফাদার মরেছে
মাদার ডুবেছে জলে
আঁধার কেড়েছে স্বাধীনতা সুখ
আমি হেরে গেছি ছলে।
ফাদার মাদার নয়কো আদার
আমার হয়েছে ফাঁসি
বীরের পলাশী মীরেরা নিয়েছে
ঘসেটি হয়েছে মাসি।
বিপ্লবী আমি বারুদ জ্বেলেছি
কেল্লা গড়েছি বাঁশে
তীতু’রা দেখি দলবল নিয়ে
এদিকেই ছুটে আসে।
বিষয়: Contest_mother
১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন