Beeটুডেব্লগ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি Time Out

লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ০৩ জুলাই, ২০১৩, ১১:৪৬:৩৮ সকাল

বিবিয়ানা এই নিকের লোকটির বিরুদ্ধে ব্লগ নীতিমালা এর ৬, ১০, ১৪ ও ১৫ নং ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহনের আবেদ জানাচ্ছি। এই ইসলাম বিদ্বেশী লোকটি বিভিন্ন সময়ে বিভিন্ন নিকে ইসলাম তথা রাসুল (সাঃ) এর বিরুদ্ধে মিথ্যাচার, অশালিন ও কুরুচিপূর্ন পোষ্ট ও মন্তব্য করে থাকে। পক্ষান্তরে সে আমাদের দেশের ও সমাজের জন্য অশালিন, বেমানান, বেআইনি যেমন সমকামিতা, অবাধ যৌনতা, লিভ-টু-গেদার, নারীদের উলঙ্গতা ও ইসলাম বিরোধীতা বিষয়ক পোষ্ট নিজে দেয় ও অন্যকে উৎসাহিত করে। এর আগে সে ভিক্টোরিয়া নিকে এসব করতো। ঐনিকটি ব্লগটুডে কর্তৃপক্ষ কর্তৃক ব্লক/ব্যান্ড করার পর সে বিবিয়ানা, জুলিয়া, আকবার, সোহাগ ও আরো অনেক নিকের আড়ালে ইসলামী বিধান ও রাসুল (সাঃ) এর বিরুদ্ধে মিথ্যাচার, অশালিন ও কুরুচিপূর্ন পোষ্ট ও মন্তব্য করে থাকে। বিবিয়ানার বর্তমান এই পোষ্টটি তার জলন্ত প্রমান পশ্চাত্যের লিভ-টুগেদার এবং আমাদের ইসলাম ধর্ম.......... ও তার পোষ্ট করা অন্যান্য পোষ্ট পড়লেই আপনার সবকিছু ষ্পষ্ট হয়ে যাবে।

এছাড়া টুডেব্লগ এর

সকল সম্মানিত সচেতন ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি এইসব কুরুচিপূর্ণ ইসলাম বিদ্বেশী সব ব্লগারদের এড়িয়ে চলুন ও ব্লক করুন।

বিষয়: বিবিধ

৩৪৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File