কিভাবে হয়? বুঝতে চাই

লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ০২ জুন, ২০১৩, ০২:১৪:৩১ দুপুর



ব্লগটুডের কিছু বিষয় বুঝি আর কিছু বিষয় বুঝি না। তাই বুঝতে চাওয়া। কেউ জানলে দয়া করে কমেন্ট করে জানাবেন। যেমন

হোম পেজ এটা বুঝি এখানে প্রথমে ষ্টিকি পোষ্ট থাকে ২/৩ টি তারপর থাকে সময়ের ধারাবাহিকতায় অনুমোদন পাওয়া ব্লগারদের লেখা।

কিন্তু পোষ্ট ষ্টিকি হয় কিভাবে তা বুঝিনা। এটা বুঝতে চাই।

সর্বধিক পঠিত এটা বুঝি যে পোষ্ট সবচেয়ে বেশী দেখা হয় সে ভিত্তিতে সর্বাধিক পঠিত পোষ্ট নির্বচিত হয়। এক্ষেত্রে একটা দুইনম্বারী আছে যে এখানে নিজের পোষ্ট নিজে অধিকবার ওপেন করে সর্বধিক পঠিত এর তালিকায় নিয়ে আসা যায়। তাই এক্ষেত্রে মডারেটর এর উচিৎ হবে নিজের পোষ্ট নিজে দেখলে সেটা কাউন্টিংয়ে না-আনা। তাহলে প্রকৃত পঠিত বা পাঠকের সংখা জানা যাবে। আশা করি এব্যাপারে মডারেটর লক্ষ করবেন। অর্থাৎ পেজের সেটিংস সেভাবে করার অনুরোধ রইল ব্লগকর্তৃপক্ষকের কাছে

কিন্তু পোষ্ট নির্বচিত হয় কিভাবে তা বুঝিনা। এটা বুঝতে চাই।

ফিডব্যাক এটা বুঝি যেকোন সমস্যা হলে তা মডারেটরকে জানানো ও তার সমাধান পাওয়ার উপায় বা ব্লগকর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা ইত্যাদি।

অন্য যা আছে তা মোটামুটি বুঝি তাই আর উল্লেখ করলামনা।

** মডারেটর এর দৃষ্টি আকর্ষন করছি এবিষয়ে একটি ব্রিফিং এর জন্য। **

বিষয়: বিবিধ

১৮২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File