আমার মায়ের কথা
লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ২৮ মে, ২০১৩, ০৩:৫১:৩৭ দুপুর
আমার মায়ের কথা কি লিখব আর কবিতায়
আমার মায়ের কথা লেখা আছে আমার অন্তর খাতায়।
আমার মায়ের কথা কি লিখব আর কবিতায়
আমি কথা বলতে শিখেছিতো মায়ের ভাষা বাংলায়।
আমার মায়ের কথা কি লিখব আর কবিতায়
মা আমায় শিখিয়েছেন ভালো-মন্দ, সত্য-মিথ্যার প্রভেদ।
এখন আমি খুব সহজেই বুঝতে পারি
যে কোন বিষয়ের ভালো ও মন্দের বিভেদ।
তাইতো আমাকে যদি বলা হয়
আধুনিকতা হলো পাশ্চাত্যের নগ্ন সভ্যতা
ইসলামকে ভুলে মূর্তি পূজার বষ্যতা;
পহেলা বৈশাখে মূর্তির মিছিল ঘুরে পান্তা-ইলিশ খাওয়া
নারী স্বাধীনতার মানে পাশ্চাত্যের মত নগ্ন হওয়া;
অবাধ যৌনতায় সাড়া দেওয়া;
মুক্তমনা বুদ্ধিজিবী মানে ইসলাম বিদ্বেশী হওয়া
আমি কখনোই তা মেনে নিতে পারিনা।
আমার মায়ের কথা কি লিখব আর কবিতায়
কবিতা লিখি সেতো আমার মায়ের ভাষায়;
মা আমায় শিখিয়েছেন স্বদেশ আমার মায়ের মতো
জীবন গেলে যেন যায়, তার স্বাধীনতা রক্ষায়।
বিষয়: Contest_mother
২৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন