জনগনের ৫০ কোটি টাকা খরচ করে বিলবোর্ড টাংগানোর অধিকার বালকে (BAL) কে দিয়েছে?
লিখেছেন লিখেছেন Deshe ০৬ আগস্ট, ২০১৩, ০৯:৩৩:৩৮ সকাল
ঢাকা শহরের বিলবোর্ড গুলো এখন আওয়ামী কসমেটিকস লীগের দখলে। বালের তথাকথিত উন্নয়ন দেখতে হলে এখন চোখ রাখতে হবে বিলবোর্ডে। অথচ সকল ইলেট্রনিক এবং প্রিন্ট মিডিয়াই তাদের। বিরোধী কোন মিডিয়াকে তারা টিকতে দেয়নি। তারপরও কোটি কোটি টাকার বিলবোর্ড!!!!দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এমনই ফল হবে। পুরো ঢাকার বিল বোর্ড গুলো দখল করে আওয়ামী লীগ ভোট দাবি করছে। বিরোধী দলকে কি তারা বিল বোর্ড লাগানোর অধিকার দিবে ? মোটেও না। জনগন এইসব তথকথিত উন্নয়নের কথা বিশ্বাস করে না বলেই বিলবোর্ড দখলের প্রয়োনীয়তা দেখা দিয়েছে। ভোট চুরি করে ক্ষমতায় যাবার জন্য দৃশ্যত তারা এমন আচরন করছে,আগামী নির্বাচনে তলে তলে তো অনেক কিছু করবে। জনগনের কোটি কোটি টাকা নষ্ট করার অধিকার তাদের কে দিয়েছে?
জনগনের চোখে দূলা দেওয়ার জন্যই বালের এই কৌশল। ভবিষ্যতে তারা আরো মন ভূলানো অনেক কিছু করবে। মায়া কান্না করবে।কিন্তু জনগন গত সাড়ে চার বছরের কথা ভূলে যাবে না। উন্নয়ন হয়েছে বালের নেতা কর্মীদের । উন্নয়ন হয়েছে দূর্নীতি বাজদের। হিংসার আগুন ছড়িয়েছে সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে। হিংস্রতাকে অতীতের আইয়ূব সরকারকেও হার মানিয়েছে। বাল সরকার নিরপেক্ষতার ধারে কাছেও নাই। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তাই অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এর কোন বিকল্প নাই । তা না হলে বিলবোড দখলের এর মত পুরো দেশই তারা দখল করে নিয়ে নির্বাচন দিবে।
বিষয়: বিবিধ
১৪১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন