দেশের মানুষ প্রমান সহ বুঝিয়ে দিয়েছে যে তারা বাল সরকারের তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচার চায় না। (তবে কিছু নাস্তিক বাম এর ব্যাতিক্রম)

লিখেছেন লিখেছেন Deshe ২০ জুলাই, ২০১৩, ০১:২৬:৫৯ দুপুর



BAL বা বাংলাদেশ আওয়ামী লীগ বার বার বলেছে যে, বিএনপি হল যুদ্ধাপরাধীর দোষর। বিএনপি ক্ষমতায় এল যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করে দিবে। ইত্যাদি ইত্যাদি। সুতারং বিএনপি-জামায়াত জোটকে ভোট দেওয়া যাবে না। তারা ধারাবাহিকভাবে এও বলছে যে, জনগন তাদের নাকি যুদ্ধাপরাধীর বিচার করার জন্য তাদের ম্যান্ডেট দিয়েছে।

সকল মিডিয়া তাদের। এত এত প্রচার করল তারপরও কেন পাচ সিটিতে জনগন বিএনপি জোটকে ভোট দিল? পাচ সিটি নির্বাচন হবার আগে দেলওয়ার হোসেন সাইদীর রায়ও দেওয়া হয়েছিল। তারপরও কেন জনগন আওয়ামী লীগকে ভোট দিল না। অন্তত যুদ্ধাপরাধীর এই বিচারের জন্য তো তাদের ভোট দিতে পারত। কিন্তু জনগন ভোট দেয়নি এই জন্য যে, তারা এই যুদ্ধাপরাধীর বিচারের নামে বাল সরকারের খেলা বুঝতে পেরেছে। তারা এই বিচারআর চায় না। তবে আওয়ামী নাস্তিক বামরা চায়।

বাল সরকারই বিষয়টি ট্রাইব্রুনাল গঠন করে ডিফেন্স ল ইয়ারের মাধ্যমে খোলস করতে সহযোগিতা করেছে । যেমন:-স্কাইপে কেলেংকারি, আসামী পক্ষ এর স্বাক্ষী অপহরন, সময় না দেওয়া ,বিদেশী আইনজীবি নিয়োগে বাধা,সেন্সর করা পেপার কাটিং মূল ডকুমেন্ট হওয়া, স্বাক্ষী কমিয়ে ফেলা অবশেষে অপরাধ প্রমানিত না হওয়ার পরও শাস্তি দেওয়া ।

এতকথায় বাল সরকার জনগনের দোহাই দিয়ে এই বিচার করছে। সেই জনগনই রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এই বিচার চায় না। [b]
[/b]

বিষয়: বিবিধ

১৯১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File