দলীয় সরকারের অধীনে কেমন নির্বাচন হবে তা কি আর বুঝার বাকি আছে? গাজীপুরের এই একটি উদাহরন-ই যথেষ্ট নয় কি?
লিখেছেন লিখেছেন Deshe ০৪ জুলাই, ২০১৩, ০৯:৫৫:২০ সকাল
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র তিন আগে সরকার এমন একটা কান্ড করছেন যা দ্বারা প্রমানসহ বঝিয়ে দিলেন যে ,ভবিষ্যতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কেমন নির্বাচন হবে। সিটি সির্বাচনে সরকার পরিবর্তন হয় না তারপরও সরকার এমন করল আর জাতীয় সংসদ নির্বাচনে কি করবে তা তো কল্পনাও করা যায় না।
সরকার দেখুন কিভাবে ইলেকশনকে প্রভাবিত করে:-
নিউজ:-
কর ফাঁকির মামলায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল সমর্থিত মেয়রপ্রার্থী এমএ মান্নানের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর। এছাড়া প্রয়োজনে তার সম্পত্তি ক্রোক করা হবে।
গত ৩/৭/২০১৩ ইং তারিখ বুধবার এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় সংস্থার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গোলাম হোসেন বলেন, “আইনি প্রক্রিয়া শেষেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এম মান্নানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দরকার হলে তার সম্পত্তি ক্রোক করা হবে।”
নির্বাচনে ১৮ দল সমর্থিত মেয়রপ্রার্থী এমএ মান্নানকে বিতর্কিত করে পরাজিত করার জন্যই মাত্র ৩ দিন আগে সরকার পরিকল্পিতভাবে এমন কাজটি করল। ক্ষমতায় থেকে নির্বাচন হলে এমনই হবে তা সরকার বুজিয়ে দিলেন। সরকারের জন্য গুরুত্বহীন এই নির্বাচনে জন্য যদি এমনটা করতে পারে তাহলে জাতীয় সংসদ নির্বাচনে জেতার জন্য যা যা করনীয় অবৈধ সব কর্মকান্ডই করবে।
চুদুরবুদুর বাদ দিয়ে কেয়ারটেকার দিয়ে দেন। এখনো সময় আছে।
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন