সজিব ওয়াজেদ জয়ের স্ত্রী খ্রীষ্টান এবং ইহুদি। এতে কি সন্দেহ আছে?
লিখেছেন লিখেছেন Deshe ২০ জুন, ২০১৩, ০৯:৩৯:০৪ সকাল
এতদিন লোকমুখে শুনে আসছিলাম শেখ হাসিনার ছেলে জয় খ্রীষ্টান মেয়েকে বিয়ে করেছেন। এই কথাটা আওয়ামী লীগের তৃনমূল নেতা-কর্মীরা অস্বীকার এবং তীব্র ভাষায় এটা সত্য নয় বলে দাবী করত । অথচ শেখ হাসিনাই গতকাল সংসদে বলেছেন যে, জয়ের বউ খ্রীষ্ট্রান। অর্থ্যাৎ লোকে এতদিন যা বলে এসেছে তাই সত্য প্রমানিত হয়েছে। অর্থ্যাৎ যা রটে তা বটে।
লোকমুখে আরো প্রচার আছে যে,হাসিনার ছেলের বউ শুধু খ্রীষ্ট্রানই নয়,ইহুদীও বটে। গতকাল সংসদে যখন বলা হল জয় ইহুদী মেয়েকে বিয়ে করেছে। তখনই হাসিনা বলেছেন যে, আমার ছেলের বউ ইহুদী নয় খ্রীষ্টান। কথাটা এমন যে, ডাকাত বললে বলা হয় ডাকাত না চোর। চোর বললে বলা হল চোর না ছিনতাইকারী। আজকে যদি বলা হয়, সজিব ওয়াজেন জয় নিজেই ইহুদী ধর্ম অবলম্বন করেছেন। তখন আমাদের হাসিনা হয়তো বলতেন জয় নয় তার বউ ইহুদী।
আমার জানি অনেক মানুষ যখন বিয়ে করে তখন তার বউ এর পূজা করে। জয়ের ক্ষেত্রে কি এটা সত্যি হতে পারে না? জয় সম্পর্কে এই ধরনের কথা বাজারে প্রচার আছে যে জয় নিজেই ইহুদী ধর্ম অবলম্বন করেছেন। জয়ের বউ ইহুদী হওয়ার যথেষ্ট প্রমান দেওয়া যাবে।
জয় এতই দেশ প্রেমিক যে,আমাদের দেশের মেয়ে তিনি পাননি। ইহুদীদের সাথে সম্পর্ক করার জন্য এই ইহুদী মেয়েকে বিয়ে করেছেন। অথচ বিশ্বের সকল মুসলিম এই ইহুদীদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আর এই সোনার ছেলে কি করলেন। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে কি এটা বিবেচনায় এনে উচিত শিক্ষা দিবেন না?
বিষয়: বিবিধ
১১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন