ম.খা.আলমগীর বিদ্যালয়ের ছাত্র হিসেবে বলছি-"এভাবে নির্বাচনে হেরে যাবে। সরকার কি বসে বসে আঙ্গুল চুসবে?"

লিখেছেন লিখেছেন Deshe ১৭ জুন, ২০১৩, ১১:০৭:৪৩ সকাল

আমি নাড়াচাড়া মন্ত্রী জনাব ড. ম.খা.আ. বিদ্যালয়ের একজন ছাত্র।

স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

যেমন -

(১)পার্ট-০১ এবং ০২-- দমন করার পদ্ধতি।

(২) নাড়াচাড়া তত্ব এবং এর বাস্তব প্রয়োগ

(৩) কিভাবে কাছ থেকে গুলি করে মারতে হবে।

(৪) কিভাবে কোরান পুড়িয়ে অন্যর নামে দোষরোপ করা যায়।

(৫) এভাবে নির্বাচনে হেরে যাবো। সরকার কি বসে বসে আঙ্গুল চুসবে তত্ব। পর্টি (১) (২)

স্যার বেশি ব্যস্ততার কারনে বেশিক্ষন ক্লাস নিতে পারেন না। তাই মাঝে মাঝে আ.প্রতিমন্ত্রী জামরুল স্যার ক্লাস নেন। ওনি হেব্বি ক্লাস নেন। যেমন-

(১) কিভাবে অতি সহজে মিথ্যা বলা যায়।

(২) কিভাবে অনুমান নির্ভর কথা বলা যায়।

ওনি অবশ্য এই দুটি সাবজেক্ট ছাড়া ক্লাস নেন না। স্যার এই বিষয়ে ডক্টরেট ডিগ্রি নেওয়ার চেষ্টা করছেন। স্যার ক্লাস শেষ করার সাথে সবাই তো কি হাত তালি দিল ! একজন তো ১০ মিনিট হাত তালি দিল। ক্লাসের মেয়েরা তো স্যার ওয়ান মোর ওয়ান মোর বলে রব তুলল। স্যার খুব খুশি হয়ে সি ইউ এগেন বাই বলে চলে গেল।

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File