আওয়ামী লীগ নেতাদের লেটেষ্ট চুদুর-বুদুর মন্তব্য সমগ্র (১)

লিখেছেন লিখেছেন Deshe ১৩ জুন, ২০১৩, ১০:৪৮:৪৩ সকাল

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন," বিরোধী দলীয় নেতা সংলাপ চান না, তিনি চান গণ্ডগোল। তাই তিনি সংসদে দেয়া মুলতুবি প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছেন। তাকে বলবো, এদকি-ওদকি না করে গণতন্ত্ররে পথে আসুন। এতে আপনারই লাভ হব।"

(১) বিরোধী দলীয় নেতা সংলাপ চান না, তিনি চান গণ্ডগোল।

সংলাপ কে চান কে চান তা তো জনগন দেখছে। আওয়ামী লীগ নেতারা এতদিন বলেছেন বিএনপি নাকি সংসদে যায় না। সংসদে গেলেই নাকি সরকার তত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করবেন। বিএনপি সংসদে যোগ দিয়ে এই সমালোচনাটি যখন বন্ধ করে দিল। এখন আওয়ামী লীগ নেতারা আর কিছু বলতে না পেরে উল্টা পাল্টা কথা বলছে। এখন পর্যন্ত তারা তত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সমস্যাটির সমাধান করছেন না। সরকার মামলা,হামলা-গ্রেফতার করে বিএনপি কে আন্দোলন থেকে তাড়িয়ে যখন সংসদ-মুখী করল,বল এখন তাই সরকারের কোর্টে। যা করার সরকারকেই করতে হবে। কারন সরকারই তাদের দলীয় বিচারকের রায়ের দোহায় দিয়ে এই তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

দ্বিতীয়ত: আন্দোলন না করে খালেদা জিয়া কিভাবে গন্ডগোল করলেন? জনগন কি তা দেখছে না? সরকারের চাহিদা অনুযায়ী বিএনপি তো এখন সংসদে।

(২)আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন-"খালেদা জিয়া সংসদে দেয়া মুলতুবি প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছেন। তাকে বলবো, এদকি-ওদকি না করে গণতন্ত্ররে পথে আসুন। এতে আপনারই লাভ হব।"

মুলতবি প্রস্তাব প্রত্যাহারের দোহায় দিয়ে তত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়টি এখন সরকার এড়িয়ে যাবার চেষ্টা করছেন।

মুলতবি প্রস্তাব সংসদে উত্থাপিত হলে,অতএব না জয়যুক্ত হয়েছে, না জয় জয়যুক্ত হয়েছে -এই ধরনের সংলাপযুক্ত নাটক হাসিনা করতে চেয়েছিলেন। নাটকটি করতে পারেননি বলে হাসিনা এখন মুলতবি প্রস্তাবের কথা বলছেন।

অন্যদিকে খালদা জিয়াকে হাসিনা এদকি-ওদকি না করে গণতন্ত্ররে পথে আসার জন্য বলেছেন।

যারা লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দিয়ে সারা দেশটাকে কারাগার বানিয়েছে,সভা সমাবেশ বন্ধ করেছে,লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে, তাদের মুখে গনতন্ত্রের কথা মানায় না। তারা কিভাবে আবার অন্যদের গনতন্ত্রের সবক দেয়?

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন-তার কথা শুনলে নাকি খালেদা জিয়ার লাভ হবে।

বিশ্বের অন্যতম হিংশুটে এই মহিলার মুখে এই ধরনের কথা কতটুকু মানানসই তা দেশের জনগন গত সাড়ে চার বছর প্রত্যেক্ষ করেছেন। আজ তিনি খালেদা জিয়ার লাভের কথা বলছেন। অথচ ওনি ঈদের একদিন আগে বাড়ি ছাড়া করেছেন দুই বারের সাবেক প্রধানমন্ত্রীকে।

আজ তিনি বলছেন তত্বাবধায়ক সরকার আবার প্রবর্তিত হলে নাকি খালেদা জিয়া নাকি গ্রেফতা হবেন। আমার প্রশ্ন খালেদা জিয়া যদি জেলে যায় ওনি কোথায় যাবেন? এই ভয়ে ওনি নিজের কথা না বলে অন্যর কথা বলছেন। ওনার লাভের কথাটা অন্যর মাধ্যমে বলছেন।

সতারং এই ধরনের বাজে কথা ছাড়েন। জনগন আপনাদের এই ধরনের কথা গুলোর অর্থ বুঝে।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File