সুষ্ঠু নির্বাচন হলে কোন হিসেবেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না ,সংক্ষিপ্ত একটি পর্যালোচনা-----
লিখেছেন লিখেছেন Deshe ০৯ জুন, ২০১৩, ০৯:৫৫:০১ সকাল
নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছিল 33,887,451
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোট ছিল 22,963,836
ভোটের ব্যবধান =
( ৩৩,৮৮৭,৪৫১-২২,৯৬৩৮৩৬)=১০,৯২৩৬১৫
এই এক কোটি ভোট এদিক ওদিক হলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।
সুষ্ঠু নির্বাচন হলে কোন হিসাবেই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। নিন্মে দেওয়া হিসেবটা দেখুন তো-----------
লোক মুখে প্রচার আছে যে,ক্ষমতা এসেই আওয়ামী লীগ বিএনপি সমর্থিত আর্মি অফিসারদের হত্যার উদ্দেশ্যেই বিডিআর বিদ্রোহ সংঘটিত করেন। অথচ শত শত দেশপ্রেমিক বিডিআর কে বিচারের নামে অত্যাচার করা হচ্ছে।
(১) সুতারং এই বাবদ তাদের ভোট কমবে------৪০ লক্ষ
(২) গ্রামীন ব্যাংক,ড. ইউনুছ বিরোধী কর্মকান্ডের জন্য ভোট কমবে-------------------------------------------৫০ লক্ষ
(৩)শেয়ার বাজারের জন্য ভোট কমবে------------৪০ লক্ষ
(৪) সাধারন মানুষের উপর অত্যাচার নির্যাতনের জন্য,দ্রব্য মূল্য,পদ্মা সেতু ইত্যাদির জন্য ভোট কমবে--------------------------------------------৫০ লক্ষ
(৫) ডেসটিনি,হলমার্ক ইত্যাদির জন্য ভোট কমবে--৫০ লক্ষ
(৬)৯০% মানুষের ধর্মীয় আবেগে আঘাতের(হেফাজত হত্যা,বাম পন্থি নাস্তিকদের সহযোগি হওয়া ইত্যাদি) জন্য ভোট কমবে ---------------------------------------৫০ লক্ষ
এভাবে আরো অনেক হিসাব দেওয়া যাবে,যা উল্লেখ করা হয়নি। তাছাড়া গেল নির্বাচনে বিএনপির যে ইমেজ সংকট ছিল তা বর্তমানে কেটে গেছে। আগামী নির্বাচনে বিএনপির ভোট নিশ্চিত বাড়বে।
--------------------------------------------------------
যা হোক, শুধু উপরের উল্লেখিত হিসাব যোগ করলে দাড়ায়=(৪০লক্ষ +৫০লক্ষ+৪০লক্ষ+৫০লক্ষ+৫০লক্ষ+৫০লক্ষ)=২ কোটি ৮০ লক্ষ ভোট।
আমি আগেই বলেছিলাম, ১ কোটি ভোট এদিক ওদিক হলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। অথচ ন্যুনতম হিসাব অনুযায়ীও আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রায় ৩ কোটি ভোট কম পাচ্ছে। তাহলে কিভাবে তারা ক্ষমতায় আসবে? সুতারং তত্ববধায়ক বাতিল করা ছাড়া তো্ উপায় নাই। এই হিসাব অনুযায়ী তো তারা আসেবে না। এটা তারা ভাল ভাবেই বুঝে। সুতারং বাকা পথ অর্থ্যাৎ নিজেদের অধীনে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন