প্রধানমন্ত্রী ড.ড.ড. (৯ বার পড়ুন) আর দেশের সবাই অজ্ঞ এবং পাগল?

লিখেছেন লিখেছেন Deshe ০৮ জুন, ২০১৩, ১১:২৯:১৯ সকাল



m/ I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নাকি বিরোধী দল আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন। বাহানা আর কাকে বলে। তত্বাবধায়ক সরকার বাতিল করার পক্ষে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতারা কোন যুক্তিই দেখাতে পারছেন না। একবার বলছেন তত্বাবধায়ক সরকার হল দানব,তত্বাবধায়ক সরকার হল সাপ,কুমির, তত্বাবধায়ক সরকার আবার এলে বিরোধী দলীয় নেত্রীকে গ্রেফতার করবে,তত্বাবধায়ক সরকার এখন অকেজো ইত্যাদি। এজন্য প্রধানমন্ত্রী একেক বার একেক কথা বলছেন। প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন- তত্বাবধায়ক সরকার বাতিল করার সময় কি বিরোধী দলের মুরতবি প্রস্তাবের প্রয়োজন ছিল? বিরোধী দলের সাথে আলোচনা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে তত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হল অথচ এই তত্বাবধায়ক সরকার প্রথা বাতিলের জন্য কেউ আন্দোলন করেনি,আওয়ামী লীগের নির্বাচনী ইসতেহারেও তত্বাবধায়ক সরকার প্রথা বাতিলের কথা ছিল না। জনগন তাদের সেই ম্যান্ডেট দেয়নি, তাহলে কেন তারা এটা প্রছন্দ করছে না? কারন একটাই ,আগামী নির্বাচনে তারা কোন হিসেবেই ক্ষমতায় আসবে না। প্রশাসনকে তাদের নিয়ন্ত্রনে রেখেই তারা ক্ষমতায় যাবায় স্বপ্নে বিভোর।

তত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে সকল ত্রুটি আছে তা নিরাময়ের কথা না বলে তা বাতিলের কেন প্রয়োজন হল?

মাথা ব্যাথা হলে কি মাথা মাথা কেটে ফেলা হয়।

সুতারং তত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে সকল ত্রুটি আছে তা নিবারনে আলোচনা করে তত্বাবধায়ক সরকার আইনটি আরো কঠোর করার ব্যাপারে তা সমাধান করার কেন প্রয়োজন মনে করছেন না? তত্বাবধায়ক সরকার যাতে মেয়াদের অতিরিক্ত ক্ষমতায় না থাকতে পারে সে ব্যাপারে আইনটি আরো কঠোর করার ব্যাপারে কথা না বলে বাতিল করা হল? সুতারং বর্তমান সরকারকেই তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। যেহেতু তারাই এটা বাতিল করেছে। তখন মুলতবি প্রস্তাব কে এনেছিল?

আওয়ামী লীগ সরকার চেয়েছিল মুলতবি প্রস্তাবটি সংসদে উত্থাপন করে কন্ঠ ভোটে তত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। মুলতবি প্রস্তাব প্রত্যাহার করেছে সুতারং তত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করা যাবে না,তাই এটা বহাল রাখতে হবে। এসব রাম ছাগল মার্কা যুক্তিতে কোন কাজ হবে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ নেতারা নিজেদের অনেক চালাক ভাবছেন, আর দেশের জনগন এতই বোকা? ২ নাম্বারী করে ক্ষমতা যাবার পক্ষে এসব অযোক্তিক কথা বাদ দিয়ে অবিলম্বে ৯০% মানুষের প্রছন্দের তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুন:প্রবর্তন করতে হবে। এর বিকল্প নাই।

বিষয়: বিবিধ

১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File