শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনা হটাও আন্দোরনকে জোরদার করার আহ্বান -তারেক রহমান
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:২৫:২৭ সকাল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরুহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় যুক্তরাজ্য বিএনপি আয়োজিত দোয়া এবং স্মরণসভায় বক্তারা শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনা হটাও আন্দোরনকে জোরদার করার আহ্বান জানিয়েছেন।
লন্ডন সময় সোমবার রাতে ব্রিকলেনের সোনারগাঁও হোটেলে এ স্মরণসভায় বাংলাদেশের চলমান আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়। বক্তারা অবিলম্বে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে আহ্বান জানান। একইসঙ্গে অবরুদ্ধ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে 'গণতন্ত্রের মা' অভিহিত করে তার বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলার নিন্দা জানান যুক্তরাজ্য বিএনপির নেতারা।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় স্মরণ সভায় বক্তৃতা করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক, বর্তমান সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, এম লুতফর রহমান, আখতার হোসেন, মো. তাজুল ইসলাম, গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, শহিদুল ইসলাম মামুন, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, শামসুর রহমান মাহতাব, হেলাল নাসিমুজ্জামান, তাজউদ্দীন, যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন, সদস্য সচিব আবুল হোসেন, জাসাস সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জিয়া পরিষদের আন্তর্জাতিক সম্পাদক আবদুল জলিল খান, বিএনপি নেতা ব্যারিস্টার হামিদুল হক লিটন আফিন্দি, মনছুর আহমেদ রুবেল, এসএম লিটন, দেলোয়ার হোসেন দিপু, মিজবাহুজ্জামান সোহেল, আবদুর রহিম, দেওয়ান বাছিত, সোয়লিয়ন করিম, ফেরদৌসী রহমান, হেভেন খান, আবদুস শহীদ, আবদুল মালিক কুটি, সৈয়দ জিল্লুল হক, সুরমান খান, জিয়াউল ইসলাম জিয়া, আলকু মিয়া, সিব্বির আহমদ সুমন, আবুল হাসনাত রিপন, মিছবাহ বিএ চৌধুরী, এসএম সেলিম, সরফরাজ সরফু, জাহাঙ্গীর আলম শিমু, ছিদ্দিকুর রহমান সোহাগ, নজরুল ইসলাম, আতাউর রহমান মিফতা প্রমুখ।
copy-past 100%
Here I mention the name of Tarak because, It is very clear any advised or strategies came from London BNP should be belong to Tarak Rahaman. Thanks Tarak for choosing a very effective alternative way to deliever your Message. Inahallah present coward brutal fasciest can't even touch your hair. That TARAK MESSAGE are ON again and movement goes faster then the people think.
বিষয়: বিবিধ
৮১১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বসে বসে খুব রাজা উজির মারা হচ্ছে
Suppose if he (Tarak Rahman) come to Bangladesh what happen next,he and his mother Khala Zia should be put in Jail and their voice never reach to the people,no doubt about it; This situation should be very bad news for the present movement.
People want Tarak because the age of Khalada. If Fasciest ragime make a great mistake and put Khalada in Jail then within very short time the ragime should fall because of TARAK is ON in London.
বসে বসে খুব রাজা উজির মারা হচ্ছে
I do not think so. The reason behind that are, Finally Tarak find a very effective way to deliever his message in Bangladesh, besides this, he play a vital role to down the ragiem.
LIKE FATHER LIKE SON
May Allah() accept his effort . Amin
মন্তব্য করতে লগইন করুন