পুলিশ-বিজিবি কি হাসিনার নির্দেশ মানছেনা?

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:০২:০২ সকাল



পেট্রোল বোমা সহ যে হারে আওয়ামিলীগের পান্ডা গুলু ধরা পরছে তাতে মনে প্রশ্ন জাগছে পুলিশ-বিজিবি কি হাসিনার নির্দেশ মানছেনা? পুলিশ-বিজিবি দেখি হাসিনাকে, দূ:খিত আওয়ামিলীগকে একেবারে ল্যাংটা করে দিচ্ছে।

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302901
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:৫৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : বাঁশেরকেল্লার ওহি?
302902
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৫২
আবু জারীর লিখেছেন : ওস্তাদের মাইর নাকি শেষ রাইতে। পুলিশ মনে হয় ওস্তাদের মাইর শুরু করছে, নাহলে পেট্রল বোমা, হাত বোমা সহ খালি লীগের বাচ্চারা ধরা পরছে কেন? সঠিক সময় সঠিক কাজ করে পুলিশ বাহিনী মনে হচ্ছে তাদের বিগত দিনের অপকর্মের কাফফারা দেয়া শুরু করছে। তবে কিছু বেজন্মাতো আগেও ছিল, এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে।
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
245041
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমারো তাই মনে হচ্ছে। পুলিশ আর রিস্ক নিতে পারবেনা। ক্ষমতার পালা বদল হলেই হিসাবের খাতা নিয়ে বসতে হবে।
302951
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩১
হতভাগা লিখেছেন : পাগলের সুখ মনে মনে
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
245040
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : নিজের কথা এভাবে মাঠে জানান দিতে হয়? অবশ্য এ সময়ে এ রকম এক-আধটু হতেই পারে!
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৭
245166
হতভাগা লিখেছেন : এটা তো আপনাদের কাছ থেকেই শেখা
310611
২৩ মার্চ ২০১৫ সকাল ১১:১৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি কনফিউজড!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File