শিয়া ছিলনা এটাই তাদের অপরাধ!!!
লিখেছেন লিখেছেন সত্যের ডাক ০৫ জুলাই, ২০১৪, ০৩:১৭:৫৫ রাত
ইরাকি সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশীদের সঙ্গে অসদাচারণ, এমনকি তাদের নিগ্রহ করার অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা এএফপির ২রা জুলাইয়ের এক প্রতিবেদনে দুই বাংলাদেশীর বরাতে বলা হয়েছে, ইরাকি সেনাবাহিনীর শিয়া সদস্যরা তাদের প্রহার করেছে। তাদের নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশীদের বিরুদ্ধে সুন্নি বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল থাকার অভিযোগ আনা হয়েছে। গতকাল মিডলইস্ট আই ডট নেটের ওয়েবসাইটে এএফপির বরাতে এ খবর প্রকাশ করা হয়েছে।
ঢাকায় ইরাক প্রত্যাগত রকিবুল ইসলাম এএফপিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘গত বৃহস্পতিবার আমাদের ক্যাম্প মসজিদের ইমামকে তারা আটক করে নিয়ে যায়। শনিবার তাকে ছেড়ে দেয়ার পরে এখন দেখতেই পাচ্ছেন তার কি হাল তারা করেছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন। তারা সিগারেট দিয়ে তার দাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর পর ছুরি দিয়ে তা কেটে ফেলে। পাথর দিয়ে তার শরীরেও আঘাত হানা হয়েছে। তিনি সুন্নি। তাই তার প্রতি এ আচরন। আমরা তার অপহরণের প্রতিবাদে কাজ বন্ধ করে দিলে তাকে ফেরত দেয়া হয়েছিল।’
মফিদুল ইসলাম আরেক প্রত্যাগত। যে ২১ জন সম্প্রতি ইরাক থেকে ফিরে আসেন মফিদুল এদের একজন। তার কথায়, ইরাকিরা শ’ শ’ বাংলাদেশীকে নির্যাতন করেছে। তারা মনে করে, দাড়ি হলো সুন্নি বিদ্রোহীর প্রতীক। আর তাই যার দাড়ি দীর্ঘ দেখে তাকেই তারা বেশি নির্যাতন করে।
উৎসঃ মানবজমিন
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাফের এর মতন।
একজন মুসলিম হিসাবে আপনাকে আমাকে আপনার ও আমার নবী বলেছেন খবর শুনলে তা ভ্যালিডেট করে নিয়ে কমেন্ট করতে। যেখানে পশ্চিমা নিউজ মিডিয়া গুলো এই দ্বন্ধ সৃষ্টির মূল এজেন্ট ও দায়িত্বে আছে সেখানে আপনি আমি তাদের কথা বিশ্বাস করে এসব কমেন্ট করা এবং এসব নিউজকে প্রচার করা কতটা যৌক্তিক?
সবথেকে বড় কথা হল - আপনি আপনার চারপাশে দেখুন - একজন মুসলিমের রাইটস কিভাবে পদদলিত করা হচ্ছে। নিজের দিকে তাকিয়ে নিজের কাজ কারবার কে মূল্যায়ন করে দেখুন নিজে কতটা মুসলিম হয়ে ঈমান নিয়ে আমল সহকারে চলতে পারছেন?
সবশেষে বলবো, যে দেশ অপ্রমানিতভাবে বলছে তার দেশের টুইন টাওয়ার ভেংগেছে মুসলিমরা এবং এতে ৩০০০ লোক মারা গেছে - তার বিপরীতে গত ১২ বছরে ১৫ লক্ষের বেশী মুসলিম কে তারা নিধন করেছে ডাইরেক্টলী এবং ইনডাইরেক্টলী এবং ড্রোন দিয়ে আফগানিস্থান, ইরাক, লিবিয়া, ইয়েমেন, পাকিস্থান, সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন ও মিশরে।
তারপরও যদি মুসলিম দের সেন্স না হয়ে নিজেরা নিজেরা মারামারি করতে চায়, গালাগালি করতে চায় - তবে আল্লাহরকাছে তাদের সেন্স ফেরাবার জন্য দোয়া করা ছাড়া আমি আপনি কি করতে পারি?
মন্তব্য করতে লগইন করুন