আমি অন্ধকারে আছি!!! সকল বিবেকবান, জ্ঞানী ও ব্লগার ভাইগণ কি এই ব্যাপারে মতামত জানাবেন?

লিখেছেন লিখেছেন ফুলের গন্ধে ঘুম আসে না ২৮ মে, ২০১৩, ০৯:২৯:১৮ রাত

ভুল হলে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এই ব্যাপারটা নিয়ে লিখার যথার্ত জ্ঞান আমার নেই। তাই জ্ঞানী বন্ধুদের স্বরনাপন্ন হলাম। আপনাদের মতামত জানালে হয়তো বুঝতে পারবো আমার গন্তব্য কোথায়। তবে আশা করি একটা জিষিন সবাই সিরিয়াসভাবে নিবেন, এখানে কোন দলীয় মতাদর্শকে প্রাধান্য দিবেন না। এর দুইটা কারণ। প্রথমত, দলের বেশির ভাগ মানুষেরই দলের প্রতি অন্ধ ভালবাসা কাজ করে। আর এই কারণেই হয়তো দলের ভুল ত্রুটি তাদের চোখে ধরা পড়ে না। তবে এটাকে আমি খারাপ বলছি না। যে যার অবন্থান থেকেই এটা ভাল বুঝবে। দ্বিতীয়ত, আমি যার বা যাদের ব্যাপারে আপনাদের কাছে জানতে চাইবো সে হোক মুরতাদ, নাস্তিক কিংবা কাফির। কিন্তু সবার উপরে সত্য কথা হলো সে মানুষ। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিজীব। সেই বিবেচনায়ই আমার চিন্তা-চেতনা আপনাদের সাথে শেয়ার করছি। যাক অনেক দুরে সরে গেলাম। আসল কথায় আসি-

গত কয়েক দিন ধরে দেখছি- মানুষের মুখ মণ্ডল কেটে নিয়ে ভিবিন্ন জন্তু-জানোয়ারের সাথে সেটে দিচ্ছে। বিশেষ করে যেমন কুকুর, সাপ, বানর, হনুমান ইত্যাদির সাথে। এক কথায় বিকৃত ছবি। এটা যারা করছে নিঃন্দেহে তাদের উদ্দেশ্য উদ্দেশিত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা। ছোট করা। আবার ধিক্কার দেওয়াও বলতে পারি। এখন কথা হলো তারা যে পন্থায় এ কাজ গুলো করছে তা সঠিক কি না।

গত কয়েক দিন আগে ফেসবুকে একটা পোষ্ট দেখলাম- নাস্তিক ব্লগার ইমরান এইচ সরকারের মুখ-মণ্ডল কেটে নিয়ে একটি কুকুরের মাথায় লাগিয়ে দিয়েছে।(আল্লাহ সবাই কি আবার ইমরানের দালাল বলে কি না! )

আমি যতটুকু জেনেছি-মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব। এই মানুষকে হেয় পতিপন্ন করা মানে তো তার সৃষ্টিকর্তাকে হেয় পতিপন্ন করা। সে নাস্তিক হোক এবং নাস্তিক হবে এটা কিন্তু আল্লাহ তায়ালা জানতেন। তারপরও আল্লাহ তাকে মানুষ বানিয়েছেন। কুকুর বা কোন জন্তু জানোয়ার বানাননি। আপনি কি মনে করেন আল্লাহ সৃষ্টিতে অপূর্ণ ছিল? আর এখন আপনি মানুষের মুখ নিয়ে জন্ত-জানোয়ারের মাথায় লাগিয়ে তা পূর্ণ করলেন? ফেরেশতগণ যখন বলেছিলেন, হে আল্লাহ মানুষ সৃষ্টির কী প্রয়োজন? আমরাই তো আপনার এবাদত বন্দিগী করতে সক্ষম। তখন আল্লাহ বলেছিলেন-আমি যা জানি তোমরা তা জান না।

তাছাড়া আপনি যে উদ্দেশ্য নিয়ে এক জঘন্য কাজটি করলেন ফল কিন্তু তার উল্টোটা হলো। এতে করে উভয় পক্ষের লোকদের মধ্যে বিদ্বেষ বাড়বে বৈ কমবে না। তাহলে?

সারকথা হলো যারা এমনটা করছেন তারা কি আল্লাহকে অসম্মান করছেন না? আর আল্লাহর অসম্মান কি ছোট করে ভেবে দেখার বিষয়?

শেষের কথায় বলি, আপনারা হয়তো যুক্তি দেখাতে পারেন-মানুষকে বিকৃত করা খারাপ কিন্তু মানুষকে কুকুরের মতো পিটিয়ে হত্যা করা, বুকের উপর পারা দিয়ে জবাই করা বা ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানী হায়েনার বেশে চরাও হওয়া কি ঠিক? স্যালুট বন্ধু আপনাকে। এটা যারা করেছে আমি একজন মানবধিকার কর্মী হিসেবে কখনোই তাদের সাপোর্ট করি না।হোক সে সর্ববোচ্চ ক্ষমতাধর। তাদের শাস্তি তো অবশ্যই নির্ধারণ হয়ে আছে। বাকি আল্লাহ যদি মাফ করেন। কিন্তু কুকুরের কাজ কি মানুষের শোভা পায়?

আমি আবারও বলছি এখানে কোন বিতর্ক সৃষ্টি করা উদ্দেশ্য নয়। আপনারাও করবেন না।এ ব্যাপারে আমার আলিম বন্ধুর কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে প্রতিত্তুর করেছিল গুলি করে মানুষ মারা ঠিক? কিন্তু এটা যৌক্তিক উত্তর নয়। তাই এই ছবিগুলো দেখার পর আমার যা অনুভূতি তা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সাইকে। ভাল থাকবেন।

বিষয়: বিবিধ

১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File