বেশ চলেছে বেশ
লিখেছেন লিখেছেন সখিনা সুন্দরী ২২ মে, ২০১৩, ১০:০৬:৫৩ সকাল
চারিদিকে কষ্ট আগুন জ্বলছে
তবু তিনি বলেন হেসে
দেশটা এখন সব'চে ভালো চলছে
শেয়ার বাজার পদ্মাসেতু ডেসটিনিটাও পেটে
রানা বাবুর কর্মচারী নিত্য কাঁদে গেটে
হলমার্কের টাকার হিসাব শুরু এবং শেষ
তবু তিনি হেসেই বলেন
দেশ চলেছে বেশ
বাজার দরে চুল পড়ে যায়
মন হয়ে যায় গরম
তবু তিনি হেসেই চলেন
বিক্রি করে শরম
হায়রে সবুজ দেশ
রক্ত নিয়েই রাঙলো ওরা সুখের পরিবেশ।
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন